শেষ হল ভারতের আশা, ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সিন্ধুকে
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হবে পিভি সিন্ধুকে। সেমিফাইনালে থাইল্যান্ডের রাতচানোক ইন্টানোনের কাছে স্ট্রেট গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারকা। সিন্ধু ম্যাচ হারেন ১০-২১, ১৩-২১ গেমে। গতকাল কোয়ার্টার ফাইনালে জিতে ব্রোঞ্জ পদক আগেই পাকা করে ফেলেছিলেন মালয়েশিয়া গ্রাঁ প্রি চ্যাম্পিয়ন সিন্ধু।
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হবে পিভি সিন্ধুকে। সেমিফাইনালে থাইল্যান্ডের রাতচানোক ইন্টানোনের কাছে স্ট্রেট গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারকা। সিন্ধু ম্যাচ হারেন ১০-২১, ১৩-২১ গেমে। গতকাল কোয়ার্টার ফাইনালে জিতে ব্রোঞ্জ পদক আগেই পাকা করে ফেলেছিলেন মালয়েশিয়া গ্রাঁ প্রি চ্যাম্পিয়ন সিন্ধু।
গতকাল সাইনা নেহওয়ালের বিদায় নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিশ্ব ব্যাডিমন্টিনের সেমিফাইনালে ওঠেন পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে ‘হায়দরাবাদের নতুন সাইনা’ সিন্ধু চিনের প্রাচীর ভেঙে শেষ চারে ওঠেন । নতনু নিয়মে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল উঠলেই ব্রোঞ্জ নিশ্চিত, তাই সাইনার ব্যর্থতা ঢেকে বিশ্ব ব্যাডমিন্টনে পদক নিশ্চিত করেন সিন্ধু।
চিনের গোয়াংঝুতে সিন্ধু জেতেন ৫৫ মিনিটের লড়াইয়ে কোনও গেম না খুইয়ে। শেষ আটের লড়াইয়ে সিন্ধু ২১-১৮, ২৩-১২ চিনের শিজিয়ান ওয়াংয়ের বিরুদ্ধে।