Babar Azam: এবার কিংবদন্তি সচিনকেও পিছনে ফেলে দিলেন বাবর!
সর্বকালের সেরাদের তালিকায় সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) পিছনে ফেলে দিলেন বাবর আজম (Babar Azam)।
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তান (Pakistan) ক্যাপ্টেন বাবর আজমের (Babar Azam) মুকুটে যুক্ত হল নতুন পালক। এবার আইসিসি-র সর্বকালের সেরা ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) ১৫ নম্বরে উঠে এলেন তিনি। ৮৯১ পয়েন্ট ঝুলিতে নিয়ে বাবর পিছনে ফেলে দিলেন সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। কিংবদন্তি ভারতীয় ব্যাটারের স্থান এখন ১৬ নম্বরে। সচিনের সংগ্রহে ৮৮৭ পয়েন্ট। তিন পয়েন্টে ফারাকে এগিয়ে গেলেন বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার। বাবরের ব্যাট হাতে দাপট সেই ২০১৯ থেকে অব্যাহত।
(@SajSadiqCricket) April 6, 2022
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জিতেছে। সৌজন্যে বাবরের জোড়া সেঞ্চুরি। এই পারফরম্যান্সের সুবাদেই পাক ক্রিকেটার পিছনে ফেলে দিলেন সচিনকে। সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস (Sir Viv Richards) রয়েছেন মগডালে। তাঁর সংগ্রহে ৯৩৫ পয়েন্ট। এরপর পাকিস্তানের জাহির আব্বাস (Zaheer Abbas) (৯৩১), তিনে অজি মহারথী গ্রেগ চ্যাপেল (Greg Chappell) (৯২১), চারে ইংল্যান্ডের ডেভিড গাওয়ার (David Gower) (৯১৯) ও পাঁচে ডিন জোন্স (Dean Jones) (৯১৮)। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সেরা দশে একমাত্র ভারতীয় বিরাট কোহলি। ৯১১ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছেন তিনি।
আরও পড়ুন: Ravindra Jadeja: না দেখেই বাস্কেটবলে অব্য়র্থ নেট! জাদেজার কাণ্ড দেখে তাজ্জব নেটিজেনরা- Watch
আরও পড়ুন: Rohit Sharma, IPL 2022: জেতা ম্যাচ হারতেই মেজাজ হারালেন 'হিট ম্যান', ভিডিও ভাইরাল