Babar Azam, ICC T20 World Cup 2022: বাবর আজমের পাকিস্তান 'আনফিট'! বড় প্রশ্ন তুলে দিলেন মিসবা উল হক

Babar Azam, ICC T20 World Cup 2022: আরব আমিরশাহীতে এশিয়া কাপ চলাকালীন বারবার ক্র্যাম্পের সমস্যায় ভুগেছেন পাক ক্রিকেটাররা। পর্যাপ্ত ফিটনেস না থাকার কারণেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধায় পড়েছেন তাঁরা।

Updated By: Oct 19, 2022, 11:21 PM IST
Babar Azam, ICC T20 World Cup 2022: বাবর আজমের পাকিস্তান 'আনফিট'! বড় প্রশ্ন তুলে দিলেন মিসবা উল হক
ফিটনেসের অভাবে ভুগছে পাকিস্তান! ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের ম্যাচে ভারতকে (Team India) হারিয়ে টগবগ করে ফুটছে পাকিস্তান (Pakistan)। এমন প্রেক্ষাপটে ২৩ অক্টোবর মহারণে নামছে বাবর আজমের (Babar Azam) দল। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে নিজের দেশের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করলেন মিসবা উল হক (Misbah Ul Haq)। তাঁর দাবি, পাকিস্তানের ক্রিকেটার আর কোচ-সকলেরই ভুঁড়ি বেরিয়ে থাকে! সেই জন্যই মাঠে ঠিকমতো নড়াচড়া করতে পারে না পাক ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হেরেছে বাবরের দল। তারপরে দেশের প্রাক্তন ক্রিকেটারের এহেন মন্তব্যে নিঃসন্দেহে অস্বস্তিতে পড়বেন পাক ক্রিকেটাররা।

এশিয়া কাপের ফাইনাল খেললেও গোটা প্রতিযোগিতা জুড়েই ফিটনেসের সমস্যায় ভুগেছেন পাক ক্রিকেটাররা। সেই প্রসঙ্গ নিয়ে একটি অনুষ্ঠানে মুখ খুলেছেন মিসবা। তিনি বলেছেন, 'পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেসের একেবারে বেহাল দশা। কোচ হোক বা ক্রিকেটার,সবারই ভুঁড়ি দেখা যায়। শরীরের নীচের অংশ ভারী হওয়ার কারণে মাঠে দ্রুত চলাফেরাও করতে পারে না।' সেই সঙ্গে নিজের ক্রিকেটার জীবনের কথা টেনে এনে মিসবা বলেছেন, 'আমাদের দলে অনেকেই ফিটনেস নিয়ে খুব সচেতন ছিল। কিন্তু এখনকার দলে সেরকম কেউ নেই।' 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

কিন্তু দেশের জাতীয় ক্রিকেট দলের সদস্য হয়েও কেন ফিটনেসে অনীহা থাকছে ক্রিকেটারদের? উত্তরে মিসবা জানিয়েছেন, 'নিয়মিত ফিটনেস টেস্ট করা হয় না পাকিস্তানে। আমরা অনেকবার বলেছি, আন্তর্জাতিক মানের ফিটনেস বজায় রাখতে গেলে ঘরোয়া ক্রিকেট থেকেই শুরু করতে হবে। কিন্তু পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও ফিটনেসের কোনও ভূমিকা নেই। বরং ক্রিকেট প্রশাসকরা আমাদের প্রস্তাবের বিরোধিতা করেছে।' 

আরও পড়ুন: Kapil Dev, T20 World Cup 2022: রোহিতদের কাপ জয়ের সম্ভাবনা কতটা? বিতর্কিত মন্তব্য করলেন কপিল দেব

আরও পড়ুন: Rohit Sharma, ICC T20 World Cup 2022: চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে বদলা থেকে কাপ জয়, ১৫ বছরের খরা মেটাতে মরিয়া রোহিত

আরব আমিরশাহীতে এশিয়া কাপ চলাকালীন বারবার ক্র্যাম্পের সমস্যায় ভুগেছেন পাক ক্রিকেটাররা। পর্যাপ্ত ফিটনেস না থাকার কারণেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধায় পড়েছেন তাঁরা। এশিয়া কাপে দুরন্ত ফর্মে থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে অবশ্য ট্রফি জিতেছে এশিয়া কাপ ফাইনালিস্টরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.