IPL 2021: দিল্লি ক্য়াপিটালসে বড় ধাক্কা! করোনা আক্রান্ত Axar Patel
পাঁচ দিন পরেই শুরু চোদ্দদশ আইপিএল। ঠিক এমন সময় বিরাট ধাক্কা দিল্লি ক্য়াপিটালস ( Delhi Capitals) শিবিরে। করোনা আক্রান্ত হলেন দলের স্টার অলরাউন্ডার অক্ষর প্য়াটেল (Axar Patel)।
নিজস্ব প্রতিবেদন: পাঁচ দিন পরেই শুরু চোদ্দদশ আইপিএল। ঠিক এমন সময় বিরাট ধাক্কা দিল্লি ক্য়াপিটালস ( Delhi Capitals) শিবিরে। করোনা আক্রান্ত হলেন দলের স্টার অলরাউন্ডার অক্ষর প্য়াটেল (Axar Patel)। শনিবার বিকালে ট্য়ুইট করে এই খবর জানিয়েছে দিল্লি। গতবার রানার্স হয়েছিল দিল্লি। চ্য়াম্পিয়ন হওয়ার অন্য়তম দাবিদার দলের চ্যাম্পিয়ন ক্রিকেটার অক্ষর।
দিল্লি ক্য়াপিটালস প্রেস বিবৃতি মারফত জানিয়েছে, "দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার অক্ষর প্য়াটেলের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২৮ মার্চ মুম্বইয়ের টিম হোটেলে পা রাখার সময় অক্ষরের করোনা রিপোর্ট নেগেটভ ছিল। কিন্তু দ্বিতীয় করোনা রিপোর্ট পজিটিভ আসে অক্ষরের। ওকে এখন আইসোলেশনে রাখা হয়েছে যথাযথ মেডিক্য়াল পরিষেবার মধ্য়েই। ওর নিরাপত্তা ও ভাল থাকা নিশ্চিত করতে দিল্লি ক্য়াপিটালসের মেডিক্য়াল টিম অক্ষরের সঙ্গেই রয়েছে। আমরা ওর দ্রুত আরোগ্য় কামনা করছি। "
আগামী ১০ এপ্রিল এমএস ধোনির (MS Dhoni) তিনবারের চ্য়াম্পিয়ন টিম চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি হবে ঋষভ পন্থের দিল্লি। বিসিসিআই-এর স্ট্য়ান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনে এখন অক্ষরকে ১০ দিনের নিভূতবাসে থাকতে হবে। নিয়ম অনুযায়ী আরটি-পিসিআর পরীক্ষার প্রথম রিপোর্ট আসার দিন থেকে ১০ দিনের আইসোলেশন অথবা করোনা নমুনা সংগ্রহের দিন থেকে ১০ দিন আইসোলেশন। যেটা আগে হবে সেটাকেই মান্য়তা দেওয়া হবে।
বিসিসিআই-এর এসওপি বলছে, "১০ দিনের আইসোলেশনে থাকাকালীন করোনা আক্রান্ত কোনও প্লেয়ার শরীরচর্চা করতে পারবে না। তাকে বিশ্রামে থাকতে হবে। দলের ডাক্তারের নিয়মিত পর্যবেক্ষণে রাখবে সেই খেলোয়াড়কে। যদি পরিস্থিতির অবনতি হয়, সেক্ষেত্রে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা হবে।" আইসোলেশনে থাকাকালীন নবম ও দশম দিনে দফায় দফায় আরটি-পিসিআর পরীক্ষা হবে করোনা আক্রান্ত ক্রিকেটারের। রিপোর্ট নেগেটিভ আসার পর ২৪ ঘণ্টা দেখা হবে। যদি আর কোনও করোনা লক্ষণ না থাকে তবেই সেই প্লেয়ারকে ফের অন্য় প্লেয়ারদের সঙ্গে ফের বায়ো-বাবলে প্রবেশ করতে দেওয়া হবে।