ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন হয়ে স্মিথরা বোঝাল বিশ্বকাপে অসিরাই ফেভারিট,ম্যাক্সওয়েলরা তৈরি

Updated By: Feb 1, 2015, 05:40 PM IST
ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন হয়ে স্মিথরা বোঝাল বিশ্বকাপে অসিরাই ফেভারিট,ম্যাক্সওয়েলরা তৈরি

 

অস্ট্রেলিয়া- ২৭৮/৮। ইংল্যান্ড- ১৬৬ (৩৯.১ ওভার)
অস্ট্রেলিয়া ১১২ রানে জয়ী।

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ শুরুর সপ্তাহ দুয়েক আগে ভারতের যা অবস্থা, অস্ট্রেলিয়ার অবস্থাটা ঠিক উল্টো। রবিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে ১১২ রানে হারিয়ে অস্ট্রেলিয়া প্রমাণ করল তারাই বিশ্বকাপে হট ফেভারিট। ফাইনালে ম্যাক্সওয়েলের অলরাউন্ড দক্ষতাও দেখিয়ে দিল বিশ্বকাপে তৈরি দল বলে যদি কেউ থাকে তাহলে সেটা হল অস্ট্রেলিয়া। আজ পার্থে প্রথমে ব্যাট করে একটা সময় ৬০ রানে ৪ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার, সেখান থেকে যেভাবে কামব্যাক করে যেভাবে তারা ২৭৮ রান তুলল সেটাও প্রমাণ করল এই অসি টিম অনেকটা ২০০৩ বিশ্বকাপের মতই।

ম্যাক্সওয়েলের ৯৫, মিচেল মার্শের ৬০, ফকনারের অপরাজিত ৫০ বুঝিয়ে দিল ওয়ার্নার, স্মিথ, বেইলদিরে খারাপ দিনেও অনায়াসে ঢেকে দিতে পারবে লোয়ার মিডল ও টেলেন্ডাররা। ২৭৮ রান করার পর ইংল্যান্ডকে যেভাবে নাকানিচোবানি খাওয়ালেন জনসন, হেজেলউডরা সেটাও বিপদসঙ্কেত হয়ে থাকল। বেশ কয়েক দিন পর ম্যাচে ফিরে জনসন নিলেন ২৭ রানে ৩ উইকেট। সঙ্গে ম্যাচের সেরা ম্যাক্সওয়েল হাত ঘুরিয়ে ৪ উইকেট পাওয়ার ঘটনাটাও বোলিং গভীরতাটাও প্রমাণ করল।  আজ ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে সব বিভাগেই পরাস্ত হল ইংল্যান্ড।

.