বিশ্ব চ্যাম্পিয়নরা বিপর্যস্ত, এবি-দের কাছে পর্যদুস্ত স্মিথরা
দক্ষিণ আফ্রিকা- ১৮৯। অস্ট্রেলিয়া- ১৪২
দক্ষিণ আফ্রিকা ৪৭ রানে জয়ী।
ওয়েব ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নরা বিপর্যস্ত। মাত্র ১৮৯ রান তাড়া করতে পেরে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজ জমে গেল। টুর্নামেন্টে তিনটি দলই একটা করে ম্যাচ জিতল। তবে বোনাস পয়েন্টের বিচারে পয়েন্ট তালিকায় এখন শীর্ষে এবি ডেভিলিয়ার্সের দলই।
গায়নায় দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে তোলে ১৮৯ রান। বেহারদিন (৬২), আর কিছুটা আমলা (৩৫) ছাড়া প্রোটিয়াদের ব্যাটসম্যানরা ব্যর্থ। স্পিন সহায়ক গায়নার পিচে দক্ষিণ আফ্রিকা ইনিংসের পাঁচটা উইকেট তুলে নেন তিন অসি স্পিনার ম্যাক্সওয়েল, জাম্পা, লিঁয়।
জবাবে ব্যাট করতে নেমে একেবারে ধসে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ফিঞ্চের দুরন্ত ৭২, আর একেবারে শেষের দিকে লিঁয়র ৩০ ছাড়া আর কোনও অসি ক্রিকেটার দুই অঙ্কের রান করতে পারেননি। আইপিএলের সুপার হিরো ওয়ার্নার করেন ২ রান। স্মিথ (২),ম্যাক্সওয়েল (৩), মার্শ (৮)-রা ব্যর্থ। মাত্র ৩৪ ওভারেই শেষ হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংস। বোনাস পয়েন্ট নিয়ে জেতে এবি-র দল। গায়নার পিচ নিয়ে প্রশ্ন উঠছে।