নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার অস্ট্রেলিয়ার

ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় চলতি মাসে বাংলাদেশে শুরু হতে চলা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহর করে নিল অস্ট্রেলিয়া। ২২ জানুয়ারি থেকে  ১৬টি দেশকে নিয়ে বাংলাদেশে শুরু হতে চলেছে অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ। গ্রুপ ডি-তে ভারতের গ্রুপে নেপাল, নিউজিল্যান্ডের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া।

Updated By: Jan 5, 2016, 12:53 PM IST
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার অস্ট্রেলিয়ার

ওয়েব ডেস্ক: ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় চলতি মাসে বাংলাদেশে শুরু হতে চলা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহর করে নিল অস্ট্রেলিয়া। ২২ জানুয়ারি থেকে  ১৬টি দেশকে নিয়ে বাংলাদেশে শুরু হতে চলেছে অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ। গ্রুপ ডি-তে ভারতের গ্রুপে নেপাল, নিউজিল্যান্ডের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া।

চলতি বছর অক্টোবরে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সেই সময় বলা হয়েছিল বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সব রিপোর্ট খতিয়ে দেখার পর ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নেয় চলতি পরিস্থিতিতে বাংলাদেশে খেলতে যাওয়া ক্রিকেটারদের পক্ষে নিরাপদ হবে না, তাই তারা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে।

আয়োজক দেশ বাংলাদেশ অবশ্য বলছে, তাদের দেশ সবার কাছেই দারুণ নিরাপদ।

.