মেলবোর্নে 'ইতিহাস' থাকল বিরাটের, জয় রইল ম্যাড ম্যাক্সের নামে, সিরিজ অস্ট্রেলিয়ার

Updated By: Jan 17, 2016, 05:45 PM IST
মেলবোর্নে 'ইতিহাস' থাকল বিরাটের, জয় রইল ম্যাড ম্যাক্সের নামে, সিরিজ  অস্ট্রেলিয়ার

ব্যুরো: স্পিন মন্ত্রেও আটকানো গেল না, ম্যাড ম্যাক্সকে। সিরিজ জিতল অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ ৩০০-এর ওপর রান করেও হারতে হয়েছিল ভারত। তৃতীয় ম্যাচ ভারতের কাছে ছিল ডু অর ডাই। বিরটা, ধাওয়ান ও অজিঙ্কের ব্যাটের ওপর ভর করে ভারত অস্ট্রেলিয়াকে টার্গেট দেয় ২৯৬। ম্যাড ম্যাক্সের দাপটে এই ম্যাচেও জয় হাসিল করে অসি বাহিনী।   

মেলবোর্নে জোড়া রেকর্ড গড়ে নয়া নজির গড়লেন বিরাট কোহলি। দ্রুততম সাত হাজার রান করলেন ভারতের এই ব্যাটসম্যান। মেলবোর্নে ব্যাট করতে নামার আগে এবি ডেভিলিয়ার্সের গড়া দ্রুততম সাত হাজার রানের রেকর্ড ভাঙতে কোহলির প্রয়োজন ছিল উনিশ রান। সেই রেকর্ড অবলীলায় ভেঙে দেন কোহলি। এবি ডেভিলিয়ার্স একশো ছেষট্টি ইনিংসে করেছিলেন সাত হাজার রান। কোহলি ১৬১ ইনিংসে করলেন সাতহাজার রান। পাশাপাশি এদিন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্রায়ান লারা,সচিন তেন্ডুলকরদের রেকর্ড ভেঙে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২৪টি শতরানের মালিক হলেন বিরাট।

.