WTC Final 2023 | Mitchell Starc: টাকার মোহ কি নেই তাঁর! কেন আর খেলেন না আইপিএল? মুখ খুললেন অজি পেসার

Australia Pacer Mitchell Starc On Why He Prefers Playing 100 Tests Over IPL: মিচেল স্টার্ক দুই মরসুম আইপিএল খেলেছেন। এরপর আর তাঁকে বিশ্বের সবচেয়ে ধনি ক্রিকেট লিগে দেখা যায়নি। স্টার্ক জানিয়ে দিলেন যে, কেন তিনি আইপিএল খেলেন না বা আর খেলবেনও না!  

Updated By: Jun 7, 2023, 11:14 AM IST
WTC Final 2023 | Mitchell Starc: টাকার মোহ কি নেই তাঁর! কেন আর খেলেন না আইপিএল? মুখ খুললেন অজি পেসার
মিচেল স্টার্ক এবার মুখ খুললেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই প্রজন্মের অন্যতম সেরা ফাস্টবোলারের নাম মিচেল স্টার্ক (Mitchell Starc)। এই নিয়ে কোনও সন্দেহ নেই। স্টার্কের এখন বয়স ৩৩। তাঁর মধ্যে প্রচুর ক্রিকেট বাকি রয়েছে। অজি পেসার নিজেক ঠিক যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেখানে তাঁকে নেওয়ার জন্য আইপিএলের যে কোনও ফ্র্যাঞ্চাইজি কোটি কোটি টাকা খরচ করতে দু'বার ভাববেন না। কিন্তু স্টার্ক ২০১৪ ও ২০১৫ মরসুমের পর থেকে আর কখনও আইপিএলে নাম লেখাননি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ( Royal Challengers Bangalore, RCB) জার্সিতেই খেলেছেন। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। একটু পরেই ওভালের (The Oval) বাইশ গজে শুরু 'আল্টিমেট টেস্ট'। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে টিম ইন্ডিয়া (Team India)। প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ডের সঙ্গে স্টার্ক হতে চলেছেন অস্ট্রেলিয়ার ত্রিফলা। বিশ্বযুদ্ধে নামার আগে স্টার্ক জানালেন কেন তিনি আইপিল খেলেন না আর!

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টার্ক বলেন, 'অস্ট্রেলিয়ার হয়ে খেলা দীর্ঘায়িত করতে চাই বলেই কিছু জিনিস আমি করি না। আমি এই ব্যাপারে স্মার্ট। টাকা ভালো, তবে আমি ১০০ টেস্ট খেলতে পারলে খুশি হব। জানি না পারব কী পারব না, তবে আমার ইচ্ছা আছে। আমার মধ্যে এখনও কিছু ক্রিকেট বাকি আছে। ১০ বছরেরও বেশি সময় ধরে তিন ফরম্যাটে খেলে যাওয়া যথেষ্ট যন্ত্রণাদায়ক। তবে আমি কৃতজ্ঞ যে আমি পেরেছি।' স্টার্ক দেশের হয়ে ২০১৫ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছেন। ২০২১ সালে জিতেছেন কুড়ি ওভারের বিশ্বকাপ। স্টার্ক ৭৭টি টেস্ট খেলে নিয়েছেন ৩০৬ উইকেট। ১১০টি ওয়ানডে (২১৯ উইকেট) ও ৫৮টি টি-২০ (৭৩ উইকেট) উইকেট পেয়েছেন তিনি। স্টার্ক ভীষণ ভাবে চাইবেন আইসিসি টেস্ট বিশ্বযুদ্ধে নিজের নাম লেখাতে।

আরও পড়ুন: মহারণে এই দুই যোদ্ধাই বদলে দেবেন সব হিসেব! বাজি ধরলেন স্বয়ং 'ক্রিকেট ঈশ্বর'

১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জোশ ইংলিস (উইকেটকিপার), উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিয়ঁ, টড মারফি, স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: মিচেল মার্শ ও ম্য়াথিউ রেনেশ

১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার ও সূর্যকুমার যাদব

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.