WTC Final 2023 | Sachin Tendulkar: মহারণে এই দুই যোদ্ধাই বদলে দেবেন সব হিসেব! বাজি ধরলেন স্বয়ং 'ক্রিকেট ঈশ্বর'

Labuschagne and Pujara's County experience will come handy in WTC Final, says Sachin Tendulkar: সচিন তেন্ডুলকর সাফ বলে দিলেন যে, দুই ক্রিকেটার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট বিশ্বযুদ্ধে সব হিসেব বদলে দেবেন। তাঁরা হলেন-চেতেশ্বর পূজারা ও মার্নাস লাবুশানে।  

Updated By: Jun 7, 2023, 10:28 AM IST
WTC Final 2023 | Sachin Tendulkar: মহারণে এই দুই যোদ্ধাই বদলে দেবেন সব হিসেব! বাজি ধরলেন স্বয়ং 'ক্রিকেট ঈশ্বর'
সচিন বলে দিলেন বড় কথা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) মনে করছেন যে, ওভালে ভারত-অস্ট্রেলিয়ার বাজি হবেন মার্নাস লাবুশানে (Marnus Labuschagne) ও চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতাই তাঁদের কাজে লাগবে বলে মনে করেন 'লিটল মাস্টার'। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। একটু পরেই ওভালের (The Oval) বাইশ গজে শুরু 'আল্টিমেট টেস্ট'। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে টিম ইন্ডিয়া (Team India)। ভারতের 'টেস্ট স্পেশালিস্ট' বলতেই সবার আগে পূজারার নাম মাথায় আসে। এই মহারথী আজও লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম ভরসা। সচিনও বলে দিচ্ছেন যে, পূজারার ব্যাট কথা বলবে।

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সচিন শুধু পূজারা-লাবুশানেকে নিয়েই কথা বলেননি। পাশাপাশি এও বলেছেন যে, প্র্যাকটিস ম্যাচ খেলা উচিত ছিল দুই দলেরই। কারণ ভারতীয় দল আইপিএল খেলে সোজা টেস্ট খেলতে নামছে। অন্যদিকে কামিন্সদের অধিকাংশ ক্রিকেটারই ছিলেন বিশ্রামে। তাঁরা নিজেদের মধ্যে দল করে প্র্যাকটিস করেছেন শুধু। সচিন বলছেন, 'অবশ্যই কাউন্টি ক্রিকেটে খেলা দুর্দান্ত। চেতেশ্বর পূজারা ও মার্নাস লাবুশানে সম্প্রতি দারুণ খেলেছে। স্মিথ ততটা খেলেনি, যতটা পূজারা ও লাবুশানে খেলেছে। যতটা ম্যাচ প্র্যাকটিস পাওয়া যাবে, ততটাই ভালো কারণ পরিস্থিতি আলাদা। দেখুন আমাদের ক্রিকেটাররা সবাই টি-২০ খেলে ইংল্য়ান্ডে খেলতে এসেছে। অস্ট্রেলিয়ারও কিছু প্লেয়ার টি-২০ খেলেছে এখানে। আমার মনে হয় প্র্যাকটিস ম্যাচের চেয়ে ভালো কিছু হতে পারে না। ভারত খুশি হবে যে, ওরা ওভালে খেলছে। ওভাল পিচের প্রকৃতি যেরকম, তাতে যত ম্যাচ গড়ায় স্পিনাররা সুবিধা পায়। ফলে স্পিনাররা এখানে ভূমিকা নেবে। সবসময় যে, টার্নিং ট্র্যাক হবে তার কোনও মানে নেই। অনেক সময় স্পিনারদের বাউন্সের উপরেও নির্ভর করতে হয়। সেটা পিচ থেকেই ফায়দা তুলতে হয়। বলের চকচকে প্রান্তের উপরেও নির্ভর করে বিষয়টি।'

আরও পড়ুন: WTC Final 2023: খেলা শুরু অজিদের, মাঠে নামার আগেই বিরাট চাল, দলে এলেন দুঁদে 'মাস্টারমাইন্ড'!

ম্যাচের আগে আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে পূজারা বলেছেন, 'আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আশা করছি এবার লাইন পার করতে পারব। দলের অধিকাংশ ক্রিকেটারই ইংল্যান্ডে প্রচুর ক্রিকেট খেলেছে। এমনকী কাউন্টি ক্রিকেটও খেলছে তারা। এই অভিজ্ঞতাই প্রয়োজন আমাদের। আমরা একে অপরের শক্তি সম্বন্ধে অবহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রচুর ক্রিকেট খেলেছি। ফলে আমরা জানি যে, প্রতিপক্ষের থেকে আমরা কী পেতে চলেছি।' ভারতীয় দলের মূল স্কোয়াডের প্রায় সকল ক্রিকেটারই ডব্লিউটিসি-র আগে আইপিএলে ব্যস্ত ছিলেন। কিন্তু ব্যতিক্রম পূজারা। বিগত দুই মাস তিনি রয়েছেন লন্ডনেই। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু খেলেছেন। পূজারা ছিলেন অসাধারণ ফর্মে। সাসেক্সকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আট ইনিংসে করেছেন ৫৪৫ রান। করেছেন তিনটি সেঞ্চুরিও। পূজারার থেকে বিরাট প্রত্যাশা দলের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.