Asia Cup 2022: চলতি বছরেই এশিয়ার সেরা হওয়ার লড়াই! শ্রীলঙ্কায় খেলা শুরু ২৭ অগাস্ট থেকে
করোনার ধাক্কা কাটিয়ে অবশেষে ফের অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2022)
নিজস্ব প্রতিবেদন: চলতি বছর ২৭ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ (Asia Cup 2022) । খেলা হবে টি-২০ ফর্ম্যাটে। ২০ অগাস্ট থেকে শুরু হয়ে যাবে কোয়ালিফায়ার্সের ম্যাচগুলি। শনিবার টুইট করে জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council, ACC)।
দু'বছর অন্তর এশিয়ার সেরা হওয়ার লড়াই হয়। কিন্তু করোনার (COVID-19) ধাক্কায় ২০২০ সালে এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছিল। এরপর ২০২১ সালে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করে এসিসি। কিন্তু ফের সেই কোভিডের কারণেই টুর্নামেন্ট ভেস্তে যায়। এশিয়া কাপের ইতিহাসে ভারত সর্বোচ্চ ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে।
(@ACCMedia1) March 19, 2022
১৯৮৪ সালে শুরু হয় এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে। অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বিগত ১৪ বছরে ভারত ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৫, ২০১০, ২০১৬ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের পরেই রয়েছে শ্রীলঙ্কা। পাঁচবার চ্যাম্পিয়ন (১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪) হয় তারা। পাকিস্তান দু'বার (২০০০, ২০১২) চ্যাম্পিয়ন হয়েছে।
(@ACCMedia1) March 19, 2022
আসন্ন এশিয়া কাপে ট্রফির জন্য লড়াই করবে ছ'টি টিম। ভারত (India), শ্রীলঙ্কা (Sri Lanka), পাকিস্তান (Pakistan), বাংলাদেশ (Bangladesh), আফগানিস্তান (Afghanistan) ও একটি কোয়ালিফায়ার টিম থাকবে। অন্য়দিকে বিসিসিআই সচিব জয় শাহ-র (Jay Shah) এসিসি প্রেসিডেন্ট হিসাবে মেয়াদ আরও এক বছর বেড়েছে। ২০২৪ সালের এসিসি এজিএম (বার্ষিক সাধারণ সভা) পর্যন্ত তিনি থাকবেন। এদিন কলম্বোয় এসিসি এজিএমে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: MS Dhoni-র যে কোনও প্রয়োজনে সবার আগে আমি পাশে দাঁড়াব: Gautam Gambhir
আরও পড়ুন: SAvsBANG: Shakib-এর ব্যাটে, Taskin, Mehidy-র বলে South Africa-র মাটিতে ইতিহাস গড়ল Bangladesh
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)