সৌরভের কথাই সত্যি! এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল

নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি সিদ্ধান্ত নিতে দেরি করলেও এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। শেষ পর্যন্ত সত্যি হল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কথাই। এবছরের মত স্থগিত হয়ে গেল এশিয়া কাপ। আপাতত পরিকল্পনা, এবছরের স্থগিত হয়ে যাওয়া এশিয়া কাপ হবে পরের বছর ২০২১ সালে শ্রীলঙ্কায়।

কয়েকদিন আগেই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এশিয়া কাপ স্থগিত হওয়ার কথা জানিয়েছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, যে সৌরভের কথার কোনও ভিত্তি নেই। পরে অবশ্য পাল্টি খায় পাক বোর্ড। শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেয়া হল ২০২০ সালের এশিয়া কাপ স্থগিত।

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ ৫০ ওভারের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার কথা ছিল। এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। যদিও পাকিস্তানে গিয়ে ভারতীয় দলের খেলতে আপত্তির কথা আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। তাই আরব আমিরশাহি কিংবা শ্রীলঙ্কায় এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে আলোচনা চলছিল। কিন্তু করোনাভাইরাস এর কারণে এবছর টুর্নামেন্ট করার আর ঝুঁকি নিতে চাইল না এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আপাতত পরিকল্পনা, ২০২১ সালে শ্রীলঙ্কায় হবে এবারের স্থগিত হয়ে যাওয়া এশিয়া কাপ আর ২০২২ সালের এশিয়া কাপের আয়োজক হবে পাকিস্তান।

 

আরও পড়ুন - স্পনসর নেই, করুণ অবস্থা পাকিস্তান ক্রিকেটের! ত্রাতার ভূমিকায় আফ্রিদি

English Title: 
Asia Cup postponed to June 2021: Asian Cricket Council
News Source: 
Home Title: 

সৌরভের কথাই সত্যি! এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল

সৌরভের কথাই সত্যি! এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল
Caption: 
ছবি: সংগৃহীত
Yes
Is Blog?: 
No
Section: