Asia Cup 2022: আক্রমের মতে বিরাটের থেকেও ভয়ঙ্কর ব্যাটার কে?

Asia Cup 2022: অভিজ্ঞ প্রাক্তন পাক বোলারের দুশ্চিন্তা নেহাত অমূলক নয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের জেরে জাতীয় দলে প্রবেশ সূর্যের। প্রতিটি ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দিতে চান। জাতীয় দলের হয়ে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন সূর্য।  

Updated By: Aug 24, 2022, 05:57 PM IST
Asia Cup 2022: আক্রমের মতে বিরাটের থেকেও ভয়ঙ্কর ব্যাটার কে?
ভারতের সবচেয়ে বিপজ্জনক ক্রিকেটার বেছে নিলেন আক্রম। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কাউন্টডাউন শুরু। ২৮ অগস্ট 'মাদার অফ অল ব্যাটেল'-এ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India vs Pakistan) মেগা ম্যাচ। হাইভোল্টেজ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে মনের দুশ্চিন্তাটা বলেই ফেললেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। অফ ফর্মে থাকলেও বিরাট কোহলির (Virat Kohli) জন্য বাবর আজমরা (Babar Azam) যে আলাদা পরিকল্পনা করবেন, এ আর নতুন কী। আক্রমের চিন্তা অবশ্য অন্য জায়গায়। তাঁর মতে, কোহলির চেয়েও বেশি পাক টিমকে সমস্যায় ফেলতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আগুনে ফর্মে থাকা সূর্যকে নিয়ে বাবরদের সতর্ক করে দিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। 

ওয়াসিম আক্রম বলছেন, 'অবশ্যই রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলরা রয়েছেন। তা সত্ত্বেও ক্ষুদ্রতম ফরম্যাটে আজকাল আমার ফেভারিট সূর্যকুমার যাদব। ও এককথায় অসাধারণ। কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার সময় থেকে ওকে দেখছি। কয়েকটি ম্যাচে সাত অথবা আট নম্বরে ব্যাট করতে নেমেছিল। সূর্য যে ভাবে স্কোয়ার লেগ কিংবা ডিপ মিড উইকেটের উপর দিয়ে শট মারে সেটা অবিশ্বাস্য। সূর্য সব কঠিন শট খেলতে ওস্তাদ।'  

আরও পড়ুন: IND vs PAK , Asia Cup 2022: ফিরে আসা মুহূর্ত, এখনও কার আতঙ্কে ভোগেন কপিল দেব? জেনে নিন

আরও পড়ুন: Virat Kohli , Asia Cup 2022: কোহলিকে বোলাররা আর ভয় পায় না! বিতর্কিত মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ওপেনার

Surya Kumar Yadav

অভিজ্ঞ প্রাক্তন পাক বোলারের দুশ্চিন্তা নেহাত অমূলক নয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের জেরে জাতীয় দলে প্রবেশ সূর্যের। প্রতিটি ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দিতে চান। জাতীয় দলের হয়ে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন সূর্য। ৩৭.৩৩ গড়ে করেছেন ৬৭২ রান। পাঁচটি অর্ধশতরান এবং ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক ১১৭ রানের ইনিংস। ফলে আইসিসি ব়্যাঙ্কিংয়েও উপরের দিকে উঠেছেন সূর্য। ফলে দুটি দেশের সমর্থকরাও বলছেন, এশিয়া কাপ বিরাট-বাবর নয় বরং বাবর-সূর্যকুমারের দ্বৈরথ বেশি উপভোগ্য হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.