Asia Cup 2022: রবি শাস্ত্রী থেকে আকাশ চোপড়া! কমেন্ট্রি বক্স মাতাবেন যাঁরা, দেখে নিন তালিকা
১৫তম এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ২৭ অগস্ট থেকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান। এশিয়া কাপের জন্য সম্প্রচারকারী চ্যানেল দুরন্ত সব ধারাভাষ্যকারদের বেছে নিয়েছে। হিন্দি এবং ইংরাজি, এই দুই ভাষায় ধারাভাষ্য দেবেন দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে এশিয়া কাপ (Asia Cup 2022)। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে শুধু বিশ্ববন্দিত ক্রিকেটারদের দিকেই নজর থাকবে না। আলোচনায় থাকবেন তাঁরাও, যাঁরা মাইক্রোফোন হাতে কাচের ঘরে বসে আগুন জ্বালান। কথা হচ্ছে ধারাভাষ্যকারদের নিয়ে। যাঁরা টেলিভিশন বা স্মার্ট ফোনে ম্যাচ দেখার আনন্দ নেন, তাঁদের কান কিন্তু থাকে ধারাভাষ্যকারদের দিকেই, তাঁরা কী বলছেন, কীভাবে দেখছেন ম্যাচ। ১৫তম এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ২৭ অগস্ট থেকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান। এশিয়া কাপের জন্য সম্প্রচারকারী চ্যানেল দুরন্ত সব ধারাভাষ্যকারদের বেছে নিয়েছেন। হিন্দি এবং ইংরাজি, এই দুই ভাষায় ধারাভাষ্য দেবেন প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা।
এশিয়া কাপে ধারাভাষ্য দেবেন যাঁরা: সঞ্জয় মঞ্জরেকর, রবি শাস্ত্রী, গৌতম গম্ভীর, আকাশ চোপড়া, জতীন সপ্রু, সঞ্জয় বাঙ্গার, দীপ দাশগুপ্ত ও ইরফান পাঠান, স্কট স্টাইরিস, রাসেল আর্নল্ড, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, আখতার আলি খান।
আরও পড়ুন: Virat Kohli: অতিমানবিক কোহলিকে দেখে চমকে ছিলেন রশিদ! আফগান তারকা শোনালেন অজানা গল্প