India vs England; 2nd Test: ১৩৪ রানেই শেষ ইংল্যান্ড, পাঁচ উইকেট অশ্বিনের
সিবলে, লরেন্স, বেন স্টোকস, স্টোন ও ব্রডের উইকেট নেন অশ্বিন।
চেন্নাইতে প্রথম ইনিংসে ১৩৪ রানে অল আউট হল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের ৩২৯ রানের জবাবে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে রুটবাহিনী। সাত নম্বরে ব্যাট করতে নামা বেন ফোকসের ৪২ রান ছাড়া নজর কাড়তে পারেননি কেউই। পাঁচটি উইকেট নিয়ে ইংরেজদের ব্যাটিংয়ের মেরুদন্ড ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ২টি করে উইকেট পান অক্ষর পটেল ও ইশান্ত শর্মা।
ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই রোরি বার্নসকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। এরপর সিবলে, লরেন্স, বেন স্টোকস, স্টোন ও ব্রডের উইকেট নেন অশ্বিন। একইসঙ্গে তিনি ভাঙলেন হরভজন সিংয়ের রেকর্ড। দেশের মাটিতে ৫৫ টেস্টে ২৬৫টি উইকেট পেয়েছিলেন ভাজ্জি। অপরদিকে মাত্র ৪৫টি টেস্টে ২৬৬টি উইকেট পেলেন অশ্বিন।
চলতি টেস্টেই অভিষেক ঘটানো বাঁহাতি স্পিনার-অলরাউন্ডার অক্ষর পটেল জো রুটের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বড় আঘাত হানেন ব্রিটিশ শিবিরে। এরপর মইন আলির উইকেটও তুলে নেন তিনি। ভারতের কাছে প্রথম ইনিংসে ১৯৫ রানের লিড রয়েছে। দ্বিতীয় ইনিংসে সবমিলিয়ে ৪০০ রানের টার্গেট দেওয়ার লক্ষ্যেই নামবে ভারত। এই পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করে ৪০০ রান তোলা খুব সহজ হবে না স্টোকসদের জন্য।