ব্রিসবনে বিরাট জয় স্মিথদের, অ্যাডিলেডে জয়ের 'রুট' খুঁজছেন জো!
ব্রিসবনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪১ (৩২৬) রান করে ম্যাচের নায়ক নির্বাচিত হয়েছেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। উল্লেখ্য, অভিষেক ম্যাচে অপরাজিত ৮২ (১৮২) রানের ইনিংসে নজর কেড়েছেন ক্যামরন ব্যানক্রফট। অন্যদিকে চোট নিয়েও বিধ্বংসী ব্যাটিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ওয়ার্নারও (৮৭*)।
নিজস্ব প্রতিবেদন: অ্যাসেজ লড়াইয়ের প্রথম হাসি হাসল অস্ট্রেলিয়াই। ব্রিসবনে প্রথম টেস্টে ১০ উইকেটে জয় স্টিভ স্মিথদের।
৮৭ বছরের ওপেনিং জুটির রেকর্ড ভেঙে সহজ জয় এনে দিলেন ক্যামেরন ব্যানক্রফট এবং ডেভিড ওয়ার্নার। টেস্ট ক্রিকেটে রান তাড়া করে কোনও উইকেট না হারিয়ে জয় হাসিলের এই নজির এখন ওপেনার জুটি ব্যানক্রফট এবং ওয়ার্নারের দখলে। ডান হাতি-বাঁ হাতি-র যুগলবন্দিতে ১৭৩ রানের লক্ষ্যমাত্রায় অনায়াসেই পৌঁছয় ব্যাগি গ্রিনরা। অ্যাসেজ সিরিজের প্রথম ম্যাচ জিতে অসি অধিনায়ক স্টিভ স্মিথ বলছেন, "ব্রিসবনে টস হারা এবং প্রথমে বল করা একটা কঠিন পরীক্ষা ছিল। আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি। আমাদের ক্রিকেটাররা যেভাবে লড়াই করেছে তা স্যতিই গর্বের।"
আরও পড়ুন- ব্র্যাডম্যান, গাভাসকার, সচিন, সৌরভ থেকে পন্টিং- কারও রেকর্ড আস্ত থাকল না
ব্রিটিশ অধিনায়ক অবশ্য এখনই হার মেনে নিতে রাজি নন। গাব্বায় হারের পর জো রুটের মত, একমাত্র ফলাফলই সম্পূর্ণ গল্প নয়। স্টিভ স্মিথের শতরানের প্রশংসা করে রুট বলেন, "খেলার তিন দিন আমরা অনবদ্য ছিলাম। বাধা হয়ে দাঁড়াল স্মিথের ইনিংস।" ব্রিসবনের হার দিয়েই যে গোটা সিরিজ বিচার করা যাবে না, সে বিষয়েও স্পষ্ট করেছেন জো রুট। ব্রিটিশ অধিনায়ক সাংবাদিকদের বলেন, "হতাশা থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসতে হবে। অ্যাডিলেড টেস্টে অতীতের ভুল আর করব না আমরা।"
আরও পড়ুন- আরও একটা শতরান, ধারবাহিকতাকেও লজ্জায় ফেলছেন বিরাট
ইংল্যান্ড - ৩০৫/১০ এবং ১৯৫/১০
অস্ট্রেলিয়া- ৩২৮/১০ এবং ১৭৩/০
ব্রিসবনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪১ (৩২৬) রান করে ম্যাচের নায়ক নির্বাচিত হয়েছেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। উল্লেখ্য, অভিষেক ম্যাচে অপরাজিত ৮২ (১৮২) রানের ইনিংসে নজর কেড়েছেন ক্যামরন ব্যানক্রফট। অন্যদিকে চোট নিয়েও বিধ্বংসী ব্যাটিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ওয়ার্নারও (৮৭*)।
1-0! Australia take the lead in the #Ashes after they win the 1st Test at the Gabba by 10 wickets
— ICC (@ICC) November 27, 2017