বানান করে লিখলেন মেসি, তার পর যেন ম্যাজিক! শিল্পীর সৃষ্টি দেখলে চমকে যাবেন

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে,ক্যানভাসের উপর নির্দিষ্ট ব্যবধান বজায় রেখে তিনি  m e s s i লিখলেন। 

Updated By: Mar 7, 2019, 04:20 PM IST
বানান করে লিখলেন মেসি, তার পর যেন ম্যাজিক! শিল্পীর সৃষ্টি দেখলে চমকে যাবেন

নিজস্ব প্রতিবেদন- পেনটাই যেন তাঁর কাছে যাদুদণ্ড! সেই পেন দিয়েই তিনি এমন কিছু অবাক করা কাজ করেন, যা দেখে আপনার ম্য়াজিক বলে মনে হতে পারে। শিল্পীর সৃষ্টি। আর সে সৃষ্টি কখনও কখনও নিজের চোখে দেখার পরও বিশ্বাস করা মুশকিল হয়ে ওঠে। এমনই একটি ভিডিও এখন ইন্টারনেটে বিস্ময় ছড়াচ্ছে। 

আরও পড়ুন-  ১৫১ কিমি/ঘণ্টা! নতুন শোয়েব আখতার পেয়ে গেল পাকিস্তান

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে,ক্যানভাসের উপর নির্দিষ্ট ব্যবধান বজায় রেখে তিনি  m e s s i লিখলেন। এতটা পর্যন্ত দেখে অনেকেই হয়তো ভেবেছিলেন নতুন কিছুই দেখা যাবে না। কিন্তু মুহূর্তে তাদের ভুল প্রমাণ করলেন সেই শিল্পী। ইংরেজি শব্দগুলি থেকে একে একে বেরোতে শুরু করল চোখ, নাক, কান। তার পর মেসির মুখ। একটু একটু করে  পুরো স্কেচ এঁকে ফেললেন মেসির।

.