আটকে গেল আর্জেন্টিনা

বিশ্বকাপের যোগ্যতানির্ধারনী পর্বের ম্যাচে আটকে গেল আর্জেন্টিনা। ঘরের মাঠে বলিভিয়ার সঙ্গে এক-এক গোলে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করলেন লিওনেল মেসিরা। প্রথমার্ধে গঞ্জালো হিগুয়েনের গোল ফাউলের জন্য বাতিল করেন রেফারি।

Updated By: Nov 12, 2011, 04:34 PM IST

বিশ্বকাপের যোগ্যতানির্ধারনী পর্বের ম্যাচে আটকে গেল আর্জেন্টিনা। ঘরের মাঠে বলিভিয়ার সঙ্গে এক-এক গোলে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করলেন লিওনেল মেসিরা। প্রথমার্ধে গঞ্জালো হিগুয়েনের গোল ফাউলের জন্য বাতিল করেন রেফারি। ম্যাচের গতির বিরুদ্ধে তিরিশ হাজার দর্শককে অবাক করে দিয়ে বলিভিয়াকে এগিয়ে দেন স্ট্রাইকার মার্সেলো মার্টিন। বিশ্বকাপের যোগ্যতানির্ধারনী পর্বে উনিশশো ছিয়ানব্বই সালের পর আর্জেন্টিনার বিপক্ষে গোল করল বলিভিয়া।পিছিয়ে পরার পর মরিয়া হয়ে ঝাঁপান মেসিরা। মিডফিল্ডার অ্যালভারেজের পরিবর্তে আর্জেন্টিনা কোচ মাঠে নামান স্ট্রাইকার ল্যাভেজিকে। চার মিনিটেই মধ্যেই লাভেজির গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা।যোগ্যতানির্ধারনী পর্বে তিন ম্যাচ পর আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়াল চার। আর্জেন্টিনার পরের ম্যাচ কলম্বিয়ার সঙ্গে।

.