WATCH | Arbaaz Khan | Roger Federer: রাজা রজারের ভূমিকায় আরবাজ! নেটদুনিয়ায় ধেয়ে এল প্রতিক্রিয়ার সুনামি
Arbaaz Khan calls himself greatest player Roger Federer: অভিনেতা আরবাজ খানের সঙ্গে তুলনা টানা হয় টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের। তাঁদের মুখের অদ্ভুত মিল রয়েছে বলেই। এবার বিজ্ঞাপনের জন্য ফেডেরারের ভূমিকায় উত্তীর্ণ হলেন আরবাজ। যা দেখে সোশ্যাল মিডিয়া উদ্বেল হয়ে গিয়েছে। রাজা রজারের ভূমিকায় আরবাজকে দেখে নেটদুনিয়ায় ধেয়ে এসেছে প্রতিক্রিয়ার সুনামি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা ও ছবি নির্মাতা আরবাজ খান (Arbaaz Khan) চমকে দিলেন সোশ্যাল মিডিয়ায়। টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের (Roger Federer) ভূমিকায় উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিলেন সলমান খানের (Salman Khan) মেজো ভাই। এক বিজ্ঞাপনের জন্য একেবারে ফেডেরারের রক্তমাংসের রেপ্লিকা হয়ে ধরা দিয়েছেন তিনি। সেই ভিডিয়োতে আরবাজ নিজেকে ফেডেরার বলেই পরিচয় দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, কীভাবে বিশ্বের শ্রেষ্ঠ টেনিস প্লেয়ার হয়ে উঠলেন তিনি। টেক ব্র্যান্ডের সঙ্গে ব্যবসা করা সুপারটিমের (SuperteamDAO) জন্য এই নতুন কাজটি করেছেন আরবাজ। চিত্রনাট্যের প্রয়োজনেই খুব খারাপ টেনিসই খেললেন আরবাজ। রজারের ফোরহ্যান্ডের অনুকরণ করতে গিয়ে ক্রিকেটের স্ট্রেইট ড্রাইভ মেরে বসলেন। শেষে বল কোর্টের বাইরে পাঠিয়ে বললেন যে, সকলে টেনিস কিংবদন্তি হতে পারে না! আরবাজ তাঁর ট্যুইটারে এই ভিডিয়ো শেয়ার করার পর নেটদুনিয়ায় ধেয়ে এল সুনামি।
ফেডেরারের সঙ্গে আরবাজের মুখের অদ্ভুত মিল আছে। তা আজ আর কারোরই অজানা নয়, নেটদুনিয়ায় শয়ে শয়ে মিমও রয়েছে। ২০১৯ সালে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফেডেরার বলেছিলেন, 'আমি জানি যে, আমার সঙ্গে ফেডেরারের মিল নিয়ে কথা হয়। আমি জানি না যে, ফেডেরার আদৌ তা জানেন কিনা! তবে ওঁর সঙ্গে দেখা করতে পারলে আমার ভালোই লাগবে। আমি ফেডেরারের বিরাট ভক্ত। আমি শুনেছি দুবাইয়ে ফেডেরারের একটি বাড়ি রয়েছে। উনি দুবাই ওপেন খেললে ওখানে থাকেন। আমি চেষ্টা করব, ওই সময়ে ওঁর সঙ্গে দেখা করব।' যদিও ফেডেরারের সঙ্গে এখনও আরবাজের দেখা হয়নি।
গতবছর সেপ্টেম্বরে ফেডেরার টেনিসকে আলবিদা জানিয়েছেন। কুড়িটি গ্র্যান্ড স্ল্যামের মালিক বিগত ২৪ বছরে ১৫০০-এর ওপর ম্যাচ খেলার পর কোর্ট ছেড়েছেন। রাজা রজার আজীবন টেনিসের সুপারম্যান হয়েই থেকে যাবেন। ফেডেরারের অবসরের সঙ্গেই টেনিসের এক যুগের অবসান ঘটে। ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, ১টি ফরাসি ওপেন, ৮টি উইম্বলনডন ও ৫টি যুক্তরাষ্ট্র ওপেনের কথা ফেডেরারের বায়োডেটাতে লেখা থাকবে। তবে লেখা থাকবে না যেটা, সেটা হল, ফেডেরার টেনিস খেলার স্বপ্ন দেখিয়েছেন শয়ে শয়ে খেলোয়াড়কে। তাঁকে দেখেই ব়্যাকেট ধরেছেন অনেকে। ২০০৩ সালে ফেডেরার প্রথম গ্র্যান্ড স্লাম (উইম্বলনডন) জেতেন ২১ বছর বয়সে। এর ১৪ মাস পর সুইস রাজপুত্র নিজেরে একাধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেন টেনিসের দুনিয়ায়। ২০০৪-০৭, ফেডেরার ছিলেন ফর্মের শীর্ষে। ২৪৭-১৫ (৯৪%) রেকর্ড। বুঝিয়ে দেন পুরুষদের টেনিসে 'গ্রেটনেস' শব্দের তাৎপর্য।