Anrich Nortje, Boxing Day Test: মাথায় পড়ল ক্যামেরা! বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অ্যানরিচ নোকিয়া, ভিডিয়ো ভাইরাল
মেলবোর্নে মঙ্গলবার বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছিল। এমন সময় ফিল্ডারদের মাথার উপরে থাকা ক্যামেরাটি হঠাৎ দ্রুত নেমে আসতে আসতে স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা নোকিয়ার মাথায় ধাক্কা দেয়!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেট মাঠে স্পাইডার ক্যামেরা ব্যবহার হচ্ছে এখন। দড়িতে ঝুলে মাঠের ওপর ঘুরতে থাকা এই ক্যামেরা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। এবার চলতি মেলবোর্ন বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) সেই স্পাইডার ক্যাম (Spider Cam) গিয়ে পড়ে অ্যানরিচ নোকিয়ার (Anrich Nortje) মাথায়! অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (AUS vs SA) টেস্ট ম্যাচে তখন ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার (David Warner) এবং স্টিভ স্মিথ (Steve Smith)। আঘাত পেলেও মারাত্মক দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যান প্রোটিয়াস পেসার।
মেলবোর্নে মঙ্গলবার বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছিল। এমন সময় ফিল্ডারদের মাথার উপরে থাকা ক্যামেরাটি হঠাৎ দ্রুত নেমে আসতে আসতে স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা নোকিয়ার মাথায় ধাক্কা দেয়!অন্য একটি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে। দেখা যায় ক্যামেরার ধাক্কায় মাটিতে পড়ে যান নোকিয়া। যদিও বড় চোট না লাগায় তাঁকে মাঠ ছাড়তে হয়নি। সেই ঘটনার আগে দারুণ বোলিং করেছিলেন নোকিয়া।
আরও পড়ুন: Rohit Sharma: দলে ফেরার লক্ষ্য মাঠে নেমে পড়লেন রোহিত
— Ari (@arimansfield) December 27, 2022
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচেও স্পাইডার ক্যামেরা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রবিচন্দ্রন অশ্বিনের বলে শান মাসুদের শটে বল গিয়ে লাগে স্পাইডার ক্যামের তারে। বলটি এমন জায়গায় গিয়ে পড়ে, যেখানে কোনও ফিল্ডার ছিলেন না। পাকিস্তানের ব্যাটাররা দৌড়ে এক রান নিয়ে নেন। সেই সময় রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সেই ম্যাচটিও হয়েছিল মেলবোর্নে। এবারও সেই এমসিজি-তেও একই ঘটনা ঘটল।