WATCH: 'কোনও...'! লজ্জায় লাল হল গাল! কোন নক্ষত্র ক্রিকেটারে চরম তৃপ্ত অভিনেত্রী?

Animal Actress Tripti Dimri Picks Virat Kohli As Her Favourite Cricketer: তৃপ্তি দিমরি জানিয়ে দিলেন যে, কোন ক্রিকেটারে তিনি মজে আছেন। তৃপ্তি বেছে নিয়েছেন ব্য়াটিং মায়েস্ত্রোকেই। জানালেন এক সাক্ষাৎকারে।  

Updated By: Dec 15, 2023, 03:58 PM IST
WATCH: 'কোনও...'! লজ্জায় লাল হল গাল! কোন নক্ষত্র ক্রিকেটারে চরম তৃপ্ত অভিনেত্রী?
অকপট তৃপ্তি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে আলোচনায় একটাই সিনেমা- 'অ্যানিমাল' (Animal)। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) ছবিতে সুনামি আছড়ে পড়েছে ভারতে। ছবিতে দ্বিমুখী সুনামি আছড়ে পড়েছে ভারতে। এখন প্রশ্ন কেন দ্বিমুখী বলা হচ্ছে। এক) বক্স অফিস, দুই) দর্শকের প্রতিক্রিয়া। রণবীর কাপুর (Ranbir Kapoor), রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) র ছবি দেখতে মানুষ হলে ছুটছেন, তেমনই বহু মানুষ এও বলছেন যে, এ সিনেমা চোখে দেখা যায় না। 'চরম নারিবিদ্বেষী', 'ভয়ংকর টক্সিক', 'অত্যন্ত হিংস্র' 'বিভৎস অত্য়াচার'-এর মতো শব্দবন্ধ জুড়েছে। তবে এসবের মধ্য়েই আলাদা করে নজর কেড়েছেন তৃপ্তি দিমরি (Triptii Dimri)। শুধু স্ক্রিন প্রেজেন্সেই নজর কাড়েননি। রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য়েও বিছানায় জ্বেলেছেন আগুন। 

আরও পড়ুন: Mohammed Shami: '৭৫০ কেজি চাপিয়ে লেগ-প্রেস করি, তবুও বিরিয়ানি বদনাম করেছে'!

এবার তৃপ্তি জানালেন যে, কোন ভারতীয় ক্রিকেটারে তাঁকে চরম তৃপ্ত করেছেন? এক সাক্ষাৎকারে পর্দার জোয়ার থেকে জানতে চাওয়া হয়েছিল যে, তাঁর ফেভারিট ক্রিকেটার কে? যার উত্তরে তৃপ্তি বলেন, 'আমার ফেভারিট ক্রিকেটার বিরাট কোহলি। কোনও সন্দেহ নেই।' এই ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে সমাজ মাধ্য়মের পাতায়। নেটপাড়ার বহু বাসিন্দাই এখন রশ্মিকার আসনে এখন তৃপ্তিকে বসিয়ে দিয়েছেন। তাঁদের মতে তৃপ্তিই 'জাতীয় ক্রাশ'! 'অ্যানিমাল'-এ রণবীর কাপুরের সঙ্গে তৃপ্তির অন্তরঙ্গ দৃশ্য লিক হয়ে গিয়েছে। আর তারপরেই যেন তৃপ্তি ঝড়ের বেগ বেড়েছে।

তৃপ্তির প্রিয় অভিনেতা রণবীরই। উনত্রিশ বছরের উত্তরাখণ্ডের সুন্দরী জানিয়েছেন যে, তিনি আবার পর্দায় তৃপ্তিকেই চেয়েছেন। তৃপ্তিকে আরও আলাদা করেছে তাঁর ছবির নির্বাচন। ওটিটি ফ্লিমফেয়ার পাওয়া নায়িকার বড়পর্দায় পা রাখা, শ্রেয়স তালপাড়ের পরিচালক হিসেবে প্রথম ছবি 'পোস্টার বয়েজ'-এর হাত ধরে। সে ছবি কমেডি ঘরানার। এরপর তৃপ্তি করলেন 'লায়লা মজনু'। যা ছিল একেবারে রোম্য়ান্টিক ছবি। তবে তৃপ্তি চোখে পড়লেন অনুষ্কা শর্মা প্রযোজিত 'বুলবুল'-এ কাজ করে। রোম্য়ান্টিক থেকে ঢুকে গেলেন হররে! সেখান থেকে মিউজিক্য়াল ড্রামা 'কালা'! তারপর আবার 'অ্যানিমাল'। দর্শককে ভিন্ন স্বাদের চরিত্রে তৃপ্ত করবেন বলেই যেন ঠিক করে নিয়েছেন তৃপ্তি। 

আরও পড়ুন: সচিনের প্রতি আচরণেরই পুনরাবৃত্তি ধোনির সঙ্গেও! চরম ঘোষণায় মহাপ্রলয় আনল বিসিসিআই

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.