Andy Murray | Paris Olympics 2024: টেনিসের আকাশ থেকে খসে পড়বে এক নক্ষত্র! প্যারিসই অন্তিম স্টেশন সোনাজয়ী অলিম্পিয়ানের

Andy Murray Will Retire After Paris Olympics 2024: অসরের দিনক্ষণ জানিয়ে দিলেন টেনিস স্টার অ্য়ান্ডি মারে! 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর মঞ্চই বেছে নিয়েছেন ব্রিটিশ টেনিস খেলোয়াড়  

Updated By: Jul 23, 2024, 06:30 PM IST
Andy Murray | Paris Olympics 2024: টেনিসের আকাশ থেকে খসে পড়বে এক নক্ষত্র! প্যারিসই অন্তিম স্টেশন সোনাজয়ী অলিম্পিয়ানের
টেনিসকে আলবিদা বলছেন অ্য়ান্ডি মারে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেনিসের আকাশ থেকে খসে পড়ছে আরও এক নক্ষত্র! প্যারিসই (Paris Olympics 2024) অন্তিম স্টেশন হতে চলেছে সোনাজয়ী অলিম্পিয়ান অ্য়ান্ডি মারের (Andy Murray)। অলিম্পিক্সে একক দক্ষতায়, জোড়া সোনা জয়ী প্রথম পুরুষ তুলে রাখছেন তাঁর টেনিস ব়্য়াকেট।

পেশাদার টেনিসকে আলবিদা বলার জন্য় 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর মঞ্চই বেছে নিয়েছেন গ্রেট ব্রিটেনের টেনিস স্টার। মঙ্গলবার এক্স হ্য়ান্ডেলে বিদায়বার্তা দিয়েছেন মারে। তিনি লেখেন, 'প্য়ারিস অলিম্পিক্সে এসেছি জীবনের শেষ টেনিস টুর্নামেন্ট খেলার জন্য়। গ্রেট ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করাই এখনও পর্যন্ত আমার কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির মধ্য়ে থাকবে। শেষবারের জন্য় সেই কাজ করতে পেরে অত্য়ন্ত গর্বিত।'

আরও পড়ুন: কল্যাণীতে হতশ্রী সবুজ-মেরুন, জোড়া পেনাল্টি হাতছাড়ায় এগিয়েও ড্র!

মারে ২০১২ ও ২০১‍৬ সালে অলিম্পিক্সে স্বর্ণপদক জিতেছিলেন। ৩৭ বছর বয়সী মারে  ২০১২ লন্ডন অলিম্পিক্সে মিক্সড ডাবলসে রুপোও জিতেছিলেন। জুনে শিরদাঁড়ায় সিস্ট হওয়ায় তা অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছিল মারের। যার ফলে ঘাসের কোর্টে সিঙ্গলসে প্রতিনিধিত্ব করা থেকে সরে আসেন তিনি। দেখতে গেলে এই চোট-আঘাতই মারের কেরিয়ারের মেয়াদ কমিয়ে দিল।

২০১৯ সালে তাঁকে হিপ রিপ্লেসমেন্ট সার্জারিও করাতে হয়েছিল। এরপর থেকেই তাঁকে কোর্টে ধুঁকতে হয়েছে বারবার। ২০২২-২৩ মরসুমে যুক্তরাষ্ট্র ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছিলন মারে। চলতি বছর কনুইয়ের চোটেও ভুগেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনেও প্রথম রাউন্ডের পর আর এগিয়ে যেতে পারেননি তিনি।
 
মারের নাম যদিও টেনিসের সেরাদের তালিকাতেই থেকে যাবে। টানা ৪১ সপ্তাহ একে থাকে মারে খেলেছেন রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচের মতো কিংবদন্তিদের সঙ্গে। দু'বার উইম্বলডন ও একবার যুক্তরাষ্ট্র ওপেন জেতা মারে কখনও অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন জিততে পারেননি। এবার দেখার অলিম্পিক্সে তিনি কীভাবে শেষ করেন! 

 আরও পড়ুন: অবাধ যৌনতার লীলাক্ষেত্র প্যারিস! ৫৫০ পাউন্ড ওজন নেবে খাট, থাকছে লক্ষাধিক কন্ডোম...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.