Shikhar Dhawan: ফেরার দরজা বন্ধ হল নক্ষত্র ওপেনারের! রোহিতকে পাশে বসিয়েই আগরকরের চরম রায়
Ajit Agarkar's Take On Shikhar Dhawan's Potential India Comeback: অজিত আগরকর জানিয়ে দিলেন যে, শিখর ধাওয়ানকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কী ভাবছে। আগরকরের উত্তর থেকে ছবিটা পরিষ্কার হয়ে গেল অনেকটাই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে ওপেনারদের ইতিহাস লেখা হলে তাঁর নামটা একদম ওপরেরে দিকেই থাকবে। তিনি শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ব্যাট হাতে দলকে একটা বড় রানের মঞ্চ তৈরি করে দেওয়ার অন্যতম সেরা কারিগর ছিলেন। সাদা বলের ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা ওপেনারদেরই একজন ছিলেন 'গব্বর'। ধাওয়ান কিন্তু প্রাক্তন নন, বর্তমান ক্রিকেটারদের মধ্য়েই পড়েন। তবে একাধিকবার ছিলেন লেখা হল কারণ, ধাওয়ান এই মুহূর্তে আর কোনও ফরম্যাটেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনায় নেই। ধাওয়ান আদৌ জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন কি না, তা নিয়ে রীতিমতো সন্দেহ রয়েছে। হয়তো আর ফিরবেন না বললেও, খুব একটা ভুল বলা হবে না। এশিয়া কাপের (India Asia Cup 2023 Squad) দল ঘোষণা করে দিয়েছে অজিত আগরকরের (Ajit Agarkar) জাতীয় নির্বাচক কমিটি। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের আগুনে স্কোয়াডই হয়েছে রোহিত শর্মাদের (Rohit Sharma)। দিল্লিতে দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন রোহিত-আগরকর।
আগরকরের কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল যে, ধাওয়ানকে নিয়ে কী ভাবছে ভারতীয় দল? আগরকর যা বললেন, তাতে করে কোথাও তিনি বুঝিয়ে দিলেন যে, ফেরার দরজা বন্ধ হয়ে গেল নক্ষত্র ওপেনারের জন্য। আগরকর বলেন, 'দেখুন, রোহিত কিন্তু খারাপ প্লেয়ার নয়। শুভমনেরও বছরটা অসাধারণ কেটেছে। ওদিকে ঈশান কিশানও রয়েছে। শিখর ভারতের হয়ে অনবদ্য খেলেছে। এই মুহর্তে এই তিনজন ক্রিকেটার খুব ভালো খেলছে। ১৫ জনকে বেছে নিলে দুর্ভাগ্যজনক ভাবে একজনকে বসতেই হবে। এই মুহূর্তে রোহিত-শুভমন-ঈশানই আমাদের পছন্দের তিন ওপেনার।' তবে আসন্ন এশিয়াডের দলে ধাওয়ানেরই অধিনায়ক হওয়ার কথা ছিল। তবে তাঁকে সুযোগ না দিয়ে, রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বেই চিনে দল পাঠাচ্ছে ভারত। ডাক না পেয়ে দুঃখই পেয়েছেন ধাওয়ান। তবে তরুণ দলের হাতে ব্যাটন দেখে খুশিও হয়েছেন তিনি। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধাওয়ান বলেন, ' দেখুন এশিয়ান গেমসের দলে আমার নাম না দেখে, বেশ আঘাত পেয়েছিলাম। কিন্তু তারপর আমি অন্য ভাবে ভাবলাম। সেটা মেনে নিতেই হবে। আমি খুশি যে রুতুরাজ গায়কোয়াড় এই দলটার নেতৃত্ব দেবে। সব তরুণ ক্রিকেটাররা রয়েছে। আমি নিশ্চিত ওরা খুবই ভালো করবে।' তবে কামব্যাকের আশা এখনও ছাড়ছেন না ধাওয়ান। বরাবরই তিনি ভীষণ ইতিবাচক একজন ক্রিকেটার। জাতীয় দলে ডাক পাওয়ার প্রসঙ্গে ধাওয়ান বলেন, 'আমি তৈরিই থাকব। সেজন্যই নিজেকে এত ফিট রাখি। সবসময় সুযোগ থাকে, হতে পারে এক বা কুড়ি শতাংশ। আমি নিজের ট্রেনিং এখনও উপভোগ করি। খেলাটার মতোই। কিছু জিনিস আমার হাতে আছে। যা সিদ্ধান্ত নেওয়া হবে, তার প্রতি শ্রদ্ধাশীলই থাকব।'
ধাওয়ান নিয়মিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যান। একটা রুটিনের মধ্যে নিজেকে রাখেন। ভবিষ্যতের কথা তিনি সেঅর্থে ভাবেন না। জাতীয় দলে না খেলেলও, আগামী বছর আইপিএলের আগে ধাওয়ান ঘরোয়া ক্রিকেট খেলবেন। কুড়ি ওভারের ফরম্যাটে সৈয়দ মুস্তাক আলি ও পঞ্চাশ ওভারের সংস্করণে বিজয় হাজারে ট্রফি রয়েছে। এসব নিয়ে ধাওয়ান বলছেন, 'আমার ভবিষ্যৎ নিয়ে কোনও নির্বাচকের সঙ্গেই কথা বলিনি। আমি এনসিএ-তে যাই। ওখানকার সুযোগ সুবিধা দারুণ। আমি এনসিএ উপভোগ করি। আমার কেরিয়ারকে শেপে রাখার জন্য এনসিএ-র কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে আইপিএলের জন্য প্রস্তুত থাকতে হবে। আশা করি সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে খেলব।' গতবছর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার দেশের জার্সিতে ওয়ানডে খেলেছেন ধাওয়ান। ২০২১ সালে শেষবার খেলেছেন নীল জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট। আর ওদিকে ২০১৮ সালে অন্তিম টেস্ট খেলেছেন তিনি।
আরও পড়ুন: WATCH: ফুটবলারকে সটান জাপটে আদর সভাপতির! বিশ্বকাপ ফাইনালে ঠোঁটে-ঠোঁটে আজব 'কিস'সা!