'রাহানেকেই অধিনায়ক রাখা উচিত', বিরাটকে বিদ্রুপ মিচেল জনসনের

'অজি ক্রিকেটাররা আর আমার বন্ধু নয়', এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই আবারও বিদ্রুপের শিকার হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এবার বিদ্রুপ বাক্য ধেয়ে এল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মিচেল জনসনের মুখ থেকে। 'অজিঙ্কে রাহানেকেই ভারতীয় দলের অধিনায়ক রাখা উচিত', বিরাট কোহলিকে এই খোঁচাই দিলেন মিচেল জনসন। (অজি ক্রিকেটাররা আর আমার বন্ধু নয়: বিরাট কোহলি) 

Updated By: Mar 29, 2017, 12:51 PM IST
'রাহানেকেই অধিনায়ক রাখা উচিত', বিরাটকে বিদ্রুপ মিচেল জনসনের

ওয়েব ডেস্ক: 'অজি ক্রিকেটাররা আর আমার বন্ধু নয়', এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই আবারও বিদ্রুপের শিকার হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এবার বিদ্রুপ বাক্য ধেয়ে এল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মিচেল জনসনের মুখ থেকে। 'অজিঙ্কে রাহানেকেই ভারতীয় দলের অধিনায়ক রাখা উচিত', বিরাট কোহলিকে এই খোঁচাই দিলেন মিচেল জনসন। (অজি ক্রিকেটাররা আর আমার বন্ধু নয়: বিরাট কোহলি

ধরমশালা টেস্টে খেলতে পারেননি বিরাট। কাঁধে চোটের কারণেই দলে ছিলেন না তিনি। তাঁর বদলে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন অজিঙ্কে রাহানে। আর অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টেই অজিদের হেলায় হারিয়ে দিয়ে নজির গড়েছেন এই মুম্বইকর। মাঠে বরাবরই দাপট ছিল তাঁর। কখনও ব্যাটে তো কখনও ফিল্ডিংয়ে। ৮ উইকেটে জয় দিয়েই বর্ডার-গাভাস্কর ট্রফি নিজেদের দখলে রেখেছে টিম ইন্ডিয়া। অজিঙ্কে অ্যান্ড কোং যেমন মাঠে নিজেদের আধিপত্য কায়েম করল, তেমনই মাঠের বাইরে নিজের স্বভাবজাত ভঙ্গিতেই অজিদের 'বাপি বাড়ি যা করলেন' ক্যাপ্টেন কোহলি। ইট মারলে পাটকেলের জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে, সাফ বুঝিয়ে দিয়েছেন কোহলি। 'বিরাট বাক্য' হজম করতে না পেরে তাই পাল্টা বিদ্রুপের সাহায্য নিয়েছেন মিচেল জনসন। (চোটের কারণে আইপিএলেও ছিটকে যেতে পারেন বিরাট!

.