ভারতে ফুটবল বিশ্বকাপ! আরও একধাপ এগোনো গেল

ভারতে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজনের দিকে আরও একধাপ এগোনো গেল। বিশ্বকাপ আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রয়োজনীয় অনুমতিপত্র পেয়ে গেল এআইএফএফ। তিনদিনের মধ্যেই ফিফার কাছে ২০১৭ অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য ফিফার কাছে আবেদন জানাবে। তার আগে প্রতিযোগিতা আয়োজনের জন্য সরকারের অনুমতি প্রয়োজন ছিল।
এই বিষয়ে এক চিঠিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন জানান, " ফিফা অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল ভারতে আয়োজন হতে পারে এই কথাটা ভেবেই আলাদা আনন্দ পাচ্ছি। সরকার দেশের মাটিতে ফিফার যাবতীয় কাজকর্মে সহযোগিতা করবে।"

English Title: 
AIFF gets government`s approval for hosting U-17 World Cup
Home Title: 

ভারতে ফুটবল বিশ্বকাপ! আরও একধাপ এগোনো গেল

No
8029
Is Blog?: 
No
Section: