Kolkata Knight Riders: গুরু জিজি ভারত সামলাবেন, নাইটদের নতুন কোচ কি এই দুরন্ত অলরাউন্ডার!

Gautam Gambhir: যদিও দ্রাবিড়কে কোচ হিসেবে পাওয়ার জন্য় ঝাঁপিয়েছে একাধিক ফ্র্য়াঞ্চাইজি। এবার কেকেআর-এর মেন্টার হিসাবে শোনা যাচ্ছে আরও এক অলরাউন্ডারের নাম। 

Updated By: Jul 12, 2024, 12:52 PM IST
Kolkata Knight Riders: গুরু জিজি ভারত সামলাবেন, নাইটদের নতুন কোচ কি এই দুরন্ত অলরাউন্ডার!
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধুমাত্র দ্রাবিড় নয়, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার দৌড়ে রয়েছেন আরও এক কিংবদন্তী। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থেকে সটান ভারতীয় দলের হেড কোচ হয়ে গিয়েছেন গৌতম গম্ভীর। তারপরেই শোনা গিয়েছিল দ্রাবিড়কেই নাকি দেখা যাবে কেকেআরের মেন্টর হিসেবে। এমনটাই জোর খরব বাজারে। শাহরুখ খানি এক-দু'বছর নয়, দ্রাবিড়কে ১০ বছরের জন্য় কোচ করতে চাইছেন। 

আরও পড়ুন, BCCI To Pick Bowling Coach: গম্ভীর যুগেও দ্রাবিড় সভ্যতা! বুমরাদের বোলিং কোচ এই তারকা?

যদিও দ্রাবিড়কে কোচ হিসেবে পাওয়ার জন্য় ঝাঁপিয়েছে একাধিক ফ্র্য়াঞ্চাইজি। এবার কেকেআর-এর মেন্টার হিসাবে শোনা যাচ্ছে আরও এক অলরাউন্ডারের নাম। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক কালিসকে তাদের পরবর্তী কোচ হিসাবে বেছে নিতে পারে। এর আগেও কেকেআরের মেন্টর তথা ব্যাটিং পরামর্শদাতার দায়িত্ব সামলেছেন কালিস। এমনকী ২০১২ ও ২০১৪ সালে কেকেআরের হয়ে আইপিএল খেতাব জিতেছেন। 

এরপর ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। শোনা যাচ্ছে, গম্ভীর যেহেতু টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে যোগ দিচ্ছেন, তাই KKR-এ কামব্যাক করতে পারেন কালিস। যদিও জিজি হেডকোচ হওয়ায় খুশি কালিস। স্টার স্পোর্টকে তিনি বলেন, 'গৌতমকে কোচিংয়ে আসতে দেখে খুব ভালো লাগছে। ওর ক্রিকেট ব্রেইন সত্যিই ভালো। আগুন ঝরাবে মাঠে। আক্রমণাত্মক খেলতে ভালোবাসে জিজি। আমার মনে হয় ওর নেতৃত্বে আরও ভালো করবে দল। অনেক কিছু শেখার আছে যা ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ।'

আরও পড়়ুন, Indian Cricket Team: বড় আপডেট! পাকিস্তান যাবে না ভারতীয় ক্রিকেট টিম, ICC চ্যাম্পিয়নস ট্রফির তবে কী হবে!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.