স্টিং অপারেশনে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত ছয় আম্পায়ার
ম্যাচ গড়াপেটায় এবার জড়িয়ে গেল আম্পায়ারদের নামও! একটি বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রতি করা স্টিং অপারেশনে ৬ জন আম্পায়ারের নাম উঠে এল যাঁরা টাকার বিনিময়ে ম্যাচ ফিক্সিং-এ রাজি হয়েছেন। এই স্টিং অপারেশন অনুযায়ী সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের জন্য এঁরা ম্যাচ গড়াপেটায় সম্মতি জানিয়েছিলেন।
ম্যাচ গড়াপেটায় এবার জড়িয়ে গেল আম্পায়ারদের নামও! একটি বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রতি করা স্টিং অপারেশনে ৬ জন আম্পায়ারের নাম উঠে এল যাঁরা টাকার বিনিময়ে ম্যাচ ফিক্সিং-এ রাজি হয়েছেন। এই স্টিং অপারেশন অনুযায়ী সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের জন্য এঁরা ম্যাচ গড়াপেটায় সম্মতি জানিয়েছিলেন।
পাকিস্তানের নাদিম ঘাউরি, আনিস সিদ্দিকি, শ্রীলঙ্কার গামিনি দিসানায়েক, মরিস উইটসন এবং সাগর গালেজ, বাংলাদেশের নাদির শাহ। এই ছ`জন আম্পায়ার টাকা নিয়ে সিদ্ধান্ত বিক্রি করতে চেয়েছেন।
স্টিং অপারেশনটির একটি ভিডিওতে বাংলাদেশের নাদির শাহ টাকা নিয়ে যে কোন আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে এক কথায় রাজি হয়েছেন। শাহ ৪০টি এক দিনের ম্যাচে আম্পায়ার হিসাবে কাজ করেছেন এর আগে। আর একটি ভিডিওতে শ্রীলঙ্কার গালেজ গত ১৭ সেপ্টেম্বর টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তান-ভারতের প্রস্তুতি ম্যাচে ৫০,০০০ টাকার বিনিময়ে পিচ, আবহাওয়া এমনকি টসের কথাও ফাঁস করে দিতে রাজি ছিলেন। দিসানায়েক এই ম্যাচের চতুর্থ আম্পায়ার ছিলেন। শ্রীলঙ্কার আরেক আম্পায়ার গামিনি আর এক কদম এগিয়ে গিয়ে বলেছেন পর্যাপ্ত পরিমাণ মদের যোগান দিলে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা সব কিছু করতে রাজি হয়ে যাবেন।
পাকিস্তানের প্রাক্তন আইসিসি আম্পায়ার ঘাউরি চ্যানেলটির সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন টাকা পেলে তিনি সব রকমের সিদ্ধান্ত বদলে রাজি। ঘাউরিরই দেশের সিদ্দিকিও টাকার বিনিময়ে ভারতের সপক্ষে সিদ্ধান্ত দিতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন।
এমনিতেই বারবার ম্যাচ গড়াপেটার সঙ্গে ক্রিকেটারদের নাম জড়িয়ে পড়ায় আগেও বহুবার কলঙ্কিত হয়েছে ক্রিকেট। এবার এমনকী আম্পায়ারদের নামও এতে জড়িয়ে যাওয়ায় ক্রিকেটের বিশ্বাস যোগ্যতা ভীষণ ভাবে ধাক্কা খেল।