২২ গজে কাবুলিওয়ালার দেশের মাটি হবে ভারত!
ওয়েব ডেস্ক: দেশের মাটিতে হোম সিরিজ খেলার উপায় নেই। তাই ভারতেই তাদের হোম সিরিজ খেলতে চায় আফগানিস্তান। পাকিস্তান যেমন তাদের হোম সিরিজ খেলে সংযুক্ত আরবআমিরশাহির দুবাই কিংবা আবুধাবিতে। তেমনই দিল্লি, কলকাতা, কিংবা চেন্নাইয়ের মাঠে আন্তর্জাতিক ম্যাচে হোম সিরিজ করতে চায় আফগানিস্তান। এই বিষয়ে বিসিসিআইয়ের কাছে আবেদনও করেছে আফগান ক্রিকেট বোর্ড।
বিশ্ব ক্রিকেট র্যাঙ্কিংয়ে আফগানিস্তান এখন ১২ নম্বরে। আফগান ক্রিকেট বোর্ড চাইছে র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়ে টেস্ট খেলার মর্যাদা আদায় করতে। আর সেটা করতে হলে অনেক বেশি হোম সিরিজ আয়োজন করতে হবে আফগানিস্তানকে। কিন্তু দেশের আইনশৃঙ্খলার যা অবস্থা তাতে নিজেদের দেশে হোম সিরিজ আয়োজন করার কোনও সম্ভাবনা নেই আফগানদের।
আফগানিস্তানে স্টেডিয়ামে সহ ক্রিকেটের নানা পরিকাঠামোগত কাজে বিসিসিআইয়ের সাহায্য পেয়েছেন কাবুলিওয়ালার দেশ। দুই দেশের সম্পর্কও বেশ ভাল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এই আবদনে সাড়া দেয় কি না সেটাই দেখার।