Afghanistan: মাঝ আকাশে বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু, Video প্রকাশ্যে

মর্মান্তিক! 

Updated By: Aug 20, 2021, 04:03 PM IST
 Afghanistan: মাঝ আকাশে বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু, Video প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদন: মাঝ আকাশে মার্কিন বিমান থেকে পড়ে মৃত আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারি (Zaki Anwari)। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন আফগান সংবাদ সংস্থা Ariana। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে General Directorate for Sport।

রবিবার কাবুলের দখল নেয় তালিবানরা। এরপর থেকেই আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়েছে। বিভিন্ন বিমানবন্দরে হুলুস্থুল অবস্থা। পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছেন বহুজনের। মার্কিন সেনার গুলিতেও মৃত্যু হয়েছে অনেকের। সূত্রের খবর, জাকি আনওয়ারি (Zaki Anwari) হলেন সেই সমস্ত ব্যক্তিদের মধ্য়ে একজন, যিনি সোমবার দেশ ছাড়ার জন্য Hamid Karzai International Airport গিয়েছিলেন। মার্কিন বিমান USAF Boeing C-17 উঠতে না পেরে, চাকা ধরে ঝুলে থাকার চেষ্টা করেন। কোনক্রমে দেশ ছাড়ার শেষ চেষ্টা করেন। তবে তাঁর চেষ্টা ব্যর্থ হয়। মাঝ আকাশে বিমান থেকে পড়ে যান তিনি।

আরও পড়ুন: #AfghanTaliban: আফগানিস্তানের দুই ভারতীয় দূতাবাসে Taliban হানা, গোপন নথির খোঁজে জঙ্গিরা!

আরও পড়ুন: Afghanistan: Kabul-এর নিরাপত্তায় হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিদের মোতায়েন করল Taliban!

এই অবস্থায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি মর্মান্তিক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে মাঝ আকাশে বিমান থেকে পড়ছে একের পর এক মানুষ। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা।              

.