নভেম্বরে অ্যাডিলেডে হতে চলেছে প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ

প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ হতে চলেছে নভেম্বরে। নভেম্বরের ২৭ তারিখ থেকে শুরু হতে চলা দিন রাতের এই টেস্ট ম্যাচ খেলা হবে গোলাপি কোকাবুরা বলে। দিন রাতের ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ হবে অ্যাডিলেডে। চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে খেলবে আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

Updated By: Jun 29, 2015, 10:44 PM IST
নভেম্বরে অ্যাডিলেডে হতে চলেছে প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ

ওয়েব ডেস্ক: প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ হতে চলেছে নভেম্বরে। নভেম্বরের ২৭ তারিখ থেকে শুরু হতে চলা দিন রাতের এই টেস্ট ম্যাচ খেলা হবে গোলাপি কোকাবুরা বলে। দিন রাতের ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ হবে অ্যাডিলেডে। চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে খেলবে আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

টি২০ আসার পর টেস্টের জনপ্রিয়তায় ভাটার টান পড়ে। টেস্ট দেখতে স্টেডিয়াম, টিভি দুটিতেই উত্‍সাহ কমে যায়। তখন থেকেই ভাবনা শুরু হয় ওয়ানডে-টি২০ এর মত দিন রাতের টেস্ট হলে দর্শকদের মাঠে আসতে সুবিধা হবে। কিন্তু বাধ সাধছিল বল সমস্যা। শেষ অবধি সাদা বলের খেলা টেস্টে গোলাপি বল ব্যবহার করে হবে দিন রাতের টেস্ট ম্যাচ।

অ্যাডিলেডের সময় অনুযায়ী দুপুর আড়াইটে থেকে রাত সাড়ে ৯টা অবধি হবে এই টেস্ট ম্যাচ। তার মানে লাঞ্চ বলে আর কিছু সেশন থাকছে না বদলে আসছে ডিনার সেশন।   

.