Wrestlers Protest: ভিনেশ ফোগাটদের আন্দোলনের জের, কুস্তি ফেডারেশনের বিদায়ী কর্তাদের নিষিদ্ধ করল আইওএ
এফআইআর দায়েরের পর বেশ কিছুদিন কেটে গেলেও অবশ্য ব্রিজভূষণের বয়ান রেকর্ড হয়নি। সেটা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল দিল্লি পুলিস। অবশেষে শুক্রবার তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের দাবি, দিল্লি পুলিসের আধিকারিকদের কাছে বয়ান রেকর্ড করলেও, সব অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ। যদিও তাঁর কাছ থেকে বেশ কয়েকটি নথিপত্র চেয়েছেন দিল্লি পুলিসের আধিকারিকরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের প্রথমসারির কুস্তিগীরদের (Wrestlers Protest) জোরাল আন্দোলনের জের। শনিবার অর্থাৎ ১৩ মে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation Of India) বিদায়ী কর্তাদের নিষিদ্ধ করল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (Indian Olympic Association)। এই নিষিদ্ধকরণের জেরে, কুস্তি ফেডারেশনের কোনও সরকারি কাজ বা প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে পারবেন না এই কর্তারা। আর এবার অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) কমিটিকে উৎখাত করে দিল আইওএ (IOA)। বরং জাতীয় ক্রীড়া ফেডারেশন পরিচালনার জন্য সরাসরি ক্ষমতা লাভ করল সদ্য গঠিত অ্যাড হক কমিটি।
এর আগে কুস্তিগীরদের প্রতি যৌন হেনস্তা (Sexual Harassment Of Wrestlers) মামলার মূল অভিযুক্ত ব্রিজভূষণের বয়ান রেকর্ড করেছিল দিল্লি পুলিস (Delhi Police)। শুক্রবার অর্থাৎ ১২ মে একটি বিবৃতি জারি দিল্লি পুলিসের তরফ থেকে বলা হয়েছিল, সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে সিট গঠন করা হয়েছে। ভিনেশ ফোগাট (Vinesh Phogat), সাক্ষী মালিক (Sakshi Malik) ও বজরং পুনিয়াদের (Bajrang Punia) মতো প্রথমসারির কুস্তিগীরদের জোরদার আন্দোলনে জেরবার হয়ে উঠেছিল প্রশাসন। এরপর গত ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের (Supreme Court)নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিস। সেই রিপোর্টের ভিত্তিতেই মূল অভিযুক্তের বয়ান রেকর্ড করা হয়েছিল।
আরও পড়ুন: Wrestlers Protest: মূল অভিযুক্ত ব্রিজভূষণের বয়ান রেকর্ড, যৌন হেনস্থা মামলায় সিট গঠন করল দিল্লি পুলিস
আরও পড়ুন: Dutee Chand: সমপ্রেম বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া উচিত, কোন ইচ্ছাপ্রকাশ করলেন দ্যুতি?
এই ইস্যু নিয়ে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ও দায়িত্বপ্রাপ্ত সিইও কল্যাণ চৌবে গত শুক্রবার, ১২ মে এই নির্দেশিকার অর্ডার জারি করেছেন। অর্ডারে বলা হয়েছে, 'আইওএ দ্বারা গঠিত অ্যাড হক কমিটি, যা কুস্তির জন্য গঠিত হয়েছে, সেটি ক্রীড়া কোড অনুযায়ী জাতীয় ক্রীড়া ফেডারেশনের সকল দায়িত্ব ও কর্তব্য পালন করবে।'
ইতমধ্যেই কল্যাণ চৌবে বিদায়ী কর্তাদের তাদের সমস্ত সরকারি নথি অ্যাড হক কমিটিকে দিয়ে দিতে নির্দেশ দিয়েছে। যার মধ্যে রয়েছে অর্থনৈতিক নথি, আন্তর্জাতিক ইভেন্টে খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য প্রশাসনিক নথি, ওয়েবসাইট নথি ইত্যাদি।
গত ২৭ এপ্রিল আইওএ তাদের এমার্জেন্সি বৈঠকে এই অ্যাড হক কমিটি গঠিত হয়। দুই সদস্যের এই অ্যাড হক কমিটিতে রয়েছেন আইওএ কার্যকরী কমিটির সদস্য ভুপিন্দর সিং বাজওয়া এবং আইওএ স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট সুমা শিরুর। এবার এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার।