ACC U19 Asia Cup 2021: রুদ্ধশ্বাস ম্যাচে Team India-কে ২ উইকেটে হারাল Pakistan
পাকিস্তানের জোরে বোলারদের দাপটে হেরে গেল টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন: চলতি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে (ACC U19 Asia Cup 2021) সংযুক্ত আরব আমিরশাহিকে বড় ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের কাছে হারল ভারতের ছোটরা। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে ২ উইকেটে হারল টিম ইন্ডিয়া। এ দিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর জন্য এই প্রতিযোগিতায় লাগাতার দুই ম্যাচ জিতে নিল পাকিস্তান।
টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ওপেনার হার্নুর সিং বাদ দিলে বাকিরা দুই অঙ্কের রানই পেরোতে পারেননি। জিশান জামিরের বলে তখন কাঁপছেন ভারতের ব্যাটাররা। ১০০ রানের মাথায় পাঁচ উইকেট হারায় ভারত।
Pakistan Cricket Live (@TheRealPCB_Live) December 25, 2021
BCCI (@BCCI) December 25, 2021
হার্নুর (৪৬) ফেরার পর আরাধ্য যাদব এবং কৌশল তাম্বে ভারতীয় ইনিংসের হাল ধরেন। অর্ধশতরান করেন আরাধ্য। শেষ দিকে আরও দু’টি উইকেট নেন জামির। ১০ ওভারে ৬০ রানে ৫ উইকেট নেন তিনি।
আরও পড়ুন : BCCIvsVirat: Kohli-র 'বিরাট' বিতর্ক নিয়ে মুখ খুলে কী বললেন Rahul Dravid?
আরও পড়ুন : SAvsIND: বৃষ্টির জন্য বক্সিং ডে টেস্ট নিয়ে আশঙ্কা, ছবিতে দেখে নিন Team India-র অনুশীলন
জবাবে পাকিস্তানের ওপেনার আব্দুল বঙ্গালজাই শুরুতেই ফিরে যান। তবে পাক দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন মাজ সদাকত এবং মহম্মদ শেহজাদ। এক দিকে শেহজাদ ধরে থাকেন ইনিংস। উল্টো দিকে পাকিস্তানের একের পর এক ব্যাটার এসে ফিরে গেলেও প্রত্যেকেই প্রয়োজনীয় অবদান রেখে যান। ইরফান খান ৩৩, রিজওয়ান মাহমুদ ২৯ রান করেন। শেহজাদ আউট হন ৮২ রানে। এরপর আহমেদ খানের অপরাজিত ২৯ রান জিতিয়ে দেয় পাকিস্তানকে।