সৌরভের রেকর্ড ভেঙে দলকে সিরিজ জেতালেন ডেভিলিয়ার্স

দাদার রেকর্ড ভেঙে বিশ্ব ক্রিকেটে দাদাগিরির প্রমাণ দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডেভিলিয়ার্স। সবচেয়ে কম ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটে ৮০০০ রান সংগ্রহ করার রেকর্ড গড়লেন ডেভিলিয়ার্স। এতদিন এই রেকর্ডটা ছিল সৌরভ গাঙ্গুলির। ১৮২ তম ইনিংস খেলে ডেভিলিয়ার্স ৮ হাজার ক্লাবের সদস্য হলেন। ওয়ানডে-তে ৮ হাজার রান করতে সৌরভ নিয়েছিলেন ২০০ ইনিংস।

Updated By: Aug 27, 2015, 09:44 AM IST
সৌরভের রেকর্ড ভেঙে দলকে সিরিজ জেতালেন ডেভিলিয়ার্স

ওয়েব ডেস্ক: দাদার রেকর্ড ভেঙে বিশ্ব ক্রিকেটে দাদাগিরির প্রমাণ দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডেভিলিয়ার্স। সবচেয়ে কম ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটে ৮০০০ রান সংগ্রহ করার রেকর্ড গড়লেন ডেভিলিয়ার্স। এতদিন এই রেকর্ডটা ছিল সৌরভ গাঙ্গুলির। ১৮২ তম ইনিংস খেলে ডেভিলিয়ার্স ৮ হাজার ক্লাবের সদস্য হলেন। ওয়ানডে-তে ৮ হাজার রান করতে সৌরভ নিয়েছিলেন ২০০ ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ৯০০০ রান সংগ্রহ করার রেকর্ডটা সৌরভ গাঙ্গুলির। আর সবচেয়ে দ্রুত ১০ হাজার রানের ওয়ানডেতে রেকর্ডটা সচিন তেন্ডুলকরের।

এদিকে, বাংলাদেশের কাছে সিরিজ হারের পর ঘুরে দাঁড়াল ডেভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। ডারবানে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৬২ রানে হারিয়ে সিরিজ ২-১ জিতে নিল প্রোটিয়ারা। ডারবানে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে ২৮৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ডেভিলিয়ার্স করেন ৬৪। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২২১ রানে অল আউট হয়ে যায়।  

 

.