Shubman Gill | World Cup 2023: বোর্ডের চরম অস্বচ্ছতা, প্রকাশ্যে তোপ প্রাক্তনের! তৈরি শুভমনের জোড়া কভার

Aakash Chopra Slams BCCI On Shubman Gill fitness: শুভমন গিলের ফিটনেস ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে তোপ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। অন্যদিকে শুভমনের বিকল্পও ভেবে ফেলেছে বিসিসিআই!  

Updated By: Oct 10, 2023, 03:16 PM IST
 Shubman Gill | World Cup 2023: বোর্ডের চরম অস্বচ্ছতা, প্রকাশ্যে তোপ প্রাক্তনের! তৈরি শুভমনের জোড়া কভার
শুভমনের ফিটনেস ইস্য়ুতে বিসিসিআই-কে তোপ প্রাক্তন ভারতীয় তারকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup 2023) শুরুর আগেই জানতে পারা গিয়েছিল যে, চোট-আঘাতের কারণে ভারতীয় দল প্রথম দুই ম্য়াচে (পাকিস্তান ও নেপাল) কেএল রাহুলের (KL Rahul) সার্ভিস পাবে না! এবার বিশ্বকাপ (Cricket World Cup 2023) অভিযান শুরুর দু'দিন আগে চলে এসেছিল বুক ভাঙা খবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিপকে, ভারতকে কাপযুদ্ধের প্রথম ম্যাচ (IND vs AUS, World Cup 2023) খেলতে হবে শুভমন গিলকে (Shubman Gill)। কারণ শুভমন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে গত রবিবার প্য়াট কামিন্সদের (Pat Cummins) বিরুদ্ধে রোহিত শর্মারা (Rohit Sharma) খেললেন শুভমনকে ছাড়াই। তাঁর পরিবর্তে খেললেন ঈশান কিশান (Ishan Kishan)।

আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: মহাযুদ্ধে ১১ হাজার নিরাপত্তারক্ষী! থাকছে NSG RAF বম্ব স্কোয়াড, কেন এত কড়াকড়ি?

বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্য়াচ আগামিকাল অর্থাৎ বুধবার। আফগানিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলবে টিম ইন্ডিয়া। আর সেই ম্য়াচেও খেলা হবে না শুভমনের! আফগানদের বিরুদ্ধে ছিটকে গিয়েছেন তিনি। বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে। এর মধ্যেই জানা যাচ্ছে যে প্লেটলেট কমে যাওয়ার (ডেঙ্গি রোগীদের ক্ষেত্রে যা স্বাভাবিক) কারণে শুভমনকে আপতকালীন পরিস্থিতিতে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। এক লক্ষের নীচে প্লেটলেট নেমে যায় শুভমনের। পরে প্লেটলেটের সংখ্যা স্বাভাবিক হলে তাঁকে ছেড়ে দেওয়াও হয়। তবে শুভমনের শরীরের যা অবস্থা সেক্ষেত্রে আগামী ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধেও নাকি তাঁর খেলা হবে না। শুভমনের ফিটনেস ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড সকলকে অন্ধকারে রেখেছে। এমনটাই তোপ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও অধুনা ক্রিকেট পণ্ডিত আকাশ চোপড়ার।

আকাশ তাঁর ইউটিউব চ্যানেলে বলেন,'দেখুন শুভমন গিল অসুস্থ। ও এখনও ফিট হয়নি। ভারতীয় দল ঠিক করেছে যে, ওরা শুভমনের ফিটনেসের ব্যাপারে পরিষ্কার করে আমাদের কিছু বলবে না। যাতে আমরা অনেক কিছু ভাবতে পারি। বলতে পারি শুভমনের ডেঙ্গু হয়েছে, বা যা আমাদের বলতে ইচ্ছা করবে। তবে ওরা বলবে না খোলসা করে কিছু। ও যখন দলের সঙ্গে ট্র্যাভেল করছে না, গত ম্য়াচে মাঠে নামল না। তার মানেই ও ভালো জায়গায় নেই। ভারতীয় দলের দাবি যে, শুভমন ধীরে ধীরে ভালো থেকে খুব ভালো হচ্ছে। যাতে ওরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারে। ও দিল্লি যাওয়ার মতো ফিটই নয়, অথচ বিসিসিআই বলছে যে, ওরা শুভমনের দেখভাল করছে চেন্নাইয়ে।' এখন জানা যাচ্ছে যে, শুভমনের বিকল্প হিসেবে দু'জন কভারের নাম ভেবে ফেলেছে বিসিসিআই। রাহুল দ্রাবিড়ের সংসারে ঢুকতে পারেন যশস্বী জয়সওয়াল ও এশিয়াডে সোনা জয়ী অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

আরও পড়ুন: Rachin Ravindra's Girlfriend: কাপ অভিষেকেই ১০০! জাত চিনিয়েছেন কিউয়ি, কে তাঁর সুন্দরী বান্ধবী?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 
 

.