কাল টি-২০তে ধোনিদের সামনে এভারেস্টে ওঠার প্রথম ধাপ
আট বছর পর দেশের মাটিতে লজ্জার টেস্ট সিরিজ হার। গোটা দল ছন্দহীন আর আত্মবিশ্বাস তলানিতে। এই হচ্ছে বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের হাল। কিন্তু তারই মধ্যে এসে পড়ল টি -২০ পরীক্ষা। বৃহস্পতিবার পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারত। টেস্টের ব্যর্থতা কাটিয়ে টি-২০ সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ধোনিরা। সবচেয়ে বড় কথা ব্যর্থতার সরণিতে দাঁড়িয়ে ভারতীয় দলের সামনে হঠাত্ এসে গেছে এক সুযোগ। টি-২০ তে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ওঠার সুযোগ ধোনির দলের সামনে। বছর শেষের এই কটা দিন ভারতের সামনে চারটে টি টোয়েন্টি ম্যাচ।
আট বছর পর দেশের মাটিতে লজ্জার টেস্ট সিরিজ হার। গোটা দল ছন্দহীন আর আত্মবিশ্বাস তলানিতে। এই হচ্ছে বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের হাল। কিন্তু তারই মধ্যে এসে পড়ল টি -২০ পরীক্ষা। বৃহস্পতিবার পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারত। টেস্টের ব্যর্থতা কাটিয়ে টি-২০ সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ধোনিরা। সবচেয়ে বড় কথা ব্যর্থতার সরণিতে দাঁড়িয়ে ভারতীয় দলের সামনে হঠাত্ এসে গেছে এক সুযোগ। টি-২০ তে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ওঠার সুযোগ ধোনির দলের সামনে। বছর শেষের এই কটা দিন ভারতের সামনে চারটে টি টোয়েন্টি ম্যাচ। দুটি ইংল্যান্ডের বিরুদ্ধে, দুটি পাকিস্তানের বিরুদ্ধে। এই চারটে টি -২০ ম্যাচে জিততে পারলে ধোনিরা এই খারাপ সময়েও টি-২০ এভারেস্টে উঠে যাবে। তবে এই মুহূর্তে দলকে উজ্জীবিত করাই হবে ধোনির কাছে সবচেয়ে কঠিন কাজ। ভারতের টি-২০ দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। দলে আসবেন সুরেশ রায়না, রোহিত শর্মা এবং আম্বাতি রায়াডু। তবে খেলবেন না জাহির খান, বীরেন্দ্র সেওয়াগ।
যুবরাজ সিংও ঢুকবেন এই দলে। তরুণদের প্রভাবে দল আবার চাঙ্গা হয়ে উঠতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচে খেলবেন না বীরেন্দ্র সেওয়াগ। সেক্ষেত্রে গম্ভীরের সঙ্গে ওপেন করবেন আজিঙ্কা রাহানে। অন্যদিকে টেস্টে পর টি-২০তেও দাপট দেখাতে মরিয়া ইংল্যান্ড দল। অ্যান্ডারসন এবং ট্রটের জায়গায় দলে আসবেন ওয়েকার্স এবং বাটলার।