ডার্বি বিতর্কের শুনানিতে মোহনবাগানের দাবি খারিজ
ডার্বি বিতর্কের শুনানিতে মোহনবাগানের আর্জি খারিজ করলেন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি।মোহনবাগান ফেডারেশনের কাছ থেকে স্টেডিয়াম সংক্রান্ত বেশ কিছু নথি চেয়েছিল।কিন্তু মোহনবাগানের সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি।
ডার্বি বিতর্কের শুনানিতে মোহনবাগানের আর্জি খারিজ করলেন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি।মোহনবাগান ফেডারেশনের কাছ থেকে স্টেডিয়াম সংক্রান্ত বেশ কিছু নথি চেয়েছিল।কিন্তু মোহনবাগানের সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি।
ফেডারেশন নিযুক্ত কমিশনের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি খারিজ করে দিলেন মোহনবাগানের আর্জি। সোমবার ফেডারেশনের কাছ থেকে বেশ কিছু কাগজপত্র চেয়েছিলেন সবুজ-মেরুন কর্তারা। মঙ্গলবার বিচারপতির নির্দেশে ১৭টি নথি মোহনবাগান কর্তাদের হাতে তুলে দেন ফেডারেশনের আইনজীবি। যদিও সেদিন সন্ধ্যেতেই মোহনবাগান কর্তারা ফের চিঠি দেন বিচাপতিকে। তাদের আর্জি ছিল ফেডারেশনকে আরও কিছু নথি তাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হোক। কিন্তু বুধবার সেই আর্জি খারিজ করে দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি।
চার পাতার চিঠিতে তিনি জানিয়েছেন,ডার্বি বিতর্কের শুনানিতে মোহনবাগানের চাওয়া স্টেডিয়াম সংক্রান্ত কাগজপত্র দরকার নেই। ফেডারেশনও কমিশনের সামনে তাদের বক্তব্য পেশ করার সময় এই নথিগুলি সামনে আনবে না।তাছাড়া মোহনবাগান এব্যাপারে কোনও প্রতিবাদ না করেই হাফটাইম পর্যন্ত খেলেছিল বলে ওই নথিগুলি প্রাসঙ্গিকতা হারিয়েছে বলে জানিয়েছেন বিচারপতি।