Kolkata Derby: যুবভারতীতে ডার্বি চলাকালীন গ্রেফতার ৮১ জন!

ডার্বিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ছিল যুবভারতীতে। স্টেডিয়াম গেট থেকে মাঠ পর্যন্ত দর্শকদের তল্লাশি করা হচ্ছিল ৩ বার।

Updated By: Sep 3, 2023, 09:50 PM IST
Kolkata Derby: যুবভারতীতে ডার্বি চলাকালীন গ্রেফতার ৮১ জন!

নান্টু হাজরা: যুবভারতীতে তখন ডার্বি চলছে। স্টেডিয়াম চত্বর থেকে গ্রেফতার করা হল ৮১ জনকে! কেন? বিনা টিকিটে মাঠে ঢোকার চেষ্টা করছিলেন তাঁরা। পুলিস সূত্রে তেমনই খবর।

আরও পড়ুন:Mohun Bagan Super Giant : ১০ জনে খেলেও ডুরান্ড ছিনিয়ে নিল সবুজ-মেরুন! দিমিত্রি নিভিয়ে দিলেন লাল-হলুদ মশাল

গ্রুপ পর্যায়ে পর এবার ফাইনাল। ডুরান্ড কাপে ফের মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। যুবভারতীতে 'বদলা'র সেই ডার্বিতে শেষ হাসি হাসল সবুজ-মেরুনই। ট্রফির সঙ্গে লাল-হলুদের দূরত্ব যেন বাড়ল আর খানিকটা! ১৭তম ডুরান্ড কাপ জিতল আইএসএল চ্যাম্পিয়ন টিম।  ম্যাচে একমাত্র গোলটি করলেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)।

এদিকে এই ডার্বিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ছিল যুবভারতীতে। স্টেডিয়াম গেট থেকে মাঠ পর্যন্ত দর্শকদের তল্লাশি করা হচ্ছিল ৩ বার। পুলিস সূত্রে খবর, টিকিট না থাকা সত্ত্বেও তল্লাশিতে বেরিয়ে যান  ৮১ জন। কিন্তু শেষরক্ষা হয়নি। ধরা পড়ে যান দ্বিতীয়বার তল্লাশি সময়ে। এরপর গ্রেফতার করা হয় তাঁদের। 

আরও পড়ুন: Heath Streak: প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.