Heath Streak: প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক

শনিবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বের অন্য়তম সেরা এই অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় স্বামীর মৃত্যুর খবর জানিয়েছেন স্ত্রী নাদিন। 

Updated By: Sep 3, 2023, 08:53 PM IST
Heath Streak: প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: গুজব নয়, এবার সত্যি। প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। সোশ্যাল মিডিয়ায় স্বামীর মৃত্যুর খবর জানালেন স্ত্রী নাদিন। 

আরও পড়ুন: Mohun Bagan Super Giant : ১০ জনে খেলেও ডুরান্ড ছিনিয়ে নিল সবুজ-মেরুন! দিমিত্রি নিভিয়ে দিলেন লাল-হলুদ মশাল

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন হিথ স্ট্রিক। কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়ার তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ক্রমশই। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, দেখে চেনাই যেত না! এরইমধ্যেই আবার কয়েকদিন আগে জিম্বাবোয়ের প্রাক্তন এই ক্রিকেটারের মৃত্যু ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। কীভাবে? সত্যতা যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন হিথের প্রাক্তন সতীর্থ হেনরি ওলোঙ্গা।

শনিবার মধ্যরাতে মাতাবেলেল্যান্ডের ফার্ম হাউসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিথ স্ট্রিক। ফেসবুক পোস্টে স্ত্রী নাদিন স্ট্রিক লিখেছেন, 'আজ (৩ সেপ্টেম্বর, ২০২৩) সকালেই আমার জীবনের ভালোবাসা এবং আমার সন্তানদের বাবা পরীদের দেশে চলে গেলেন। জীবনের শেষ কয়েকটা দিন তিনি পরিবার এবং পরিজনদের সঙ্গেই কাটাতে চেয়েছিলেন। ওঁকে শান্তি এবং ভালোবাসায় আমরা ভরিয়ে দিয়েছি। স্ট্রিকির আত্মার চিরশান্তি কামনা করি। আবারও আমি তোমাকে জড়িয়ে ধরব'। 

১৯৯০ সালে ১০ নভেম্বর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয়েছিল স্ট্রিকের। জিম্বাবোয়ে হয়ে ১৮৯টি এক দিনের ম্যাচ এবং ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। দেশকে নেতৃত্ব দিয়েছেন ২১টি টেস্ট এবং ৬৮টি একদিনে ম্যাচে। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০০৫ সালে। ক্রিকেট অবসর নেওয়ার পর ম্য়াচ গড়াপেটার অভিযোগ ওঠে স্ট্রিকের বিরুদ্ধে। ২০২১ সালে তাঁকে নির্বাসিত করেছিল আইসিসি। পরে ক্ষমা চান স্ট্রিক। 

আরও পড়ুন: Ishan Kishan | IND vs PAK: আত্মবিশ্বাসের আগুনেই জ্বলবে ঈশান মশাল, শাস্ত্রী চান বিশ্বকাপে, মোহিত আক্রমও

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন হিথ স্ট্রিক। বাংলাদেশ এবং সমারসেটের হয়েও কাজ করেছেন। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার অ্যাকাডেমিতেও পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন স্ট্রিক।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.