ফিরোজ শাহ কোটলায় বৃহস্পতিবার টেস্ট শুরুর আগে জেনে নিন ৫ টি তথ্য

আগামিকাল মানে বৃস্পতিবার থেকে দিল্লির ফিরোজ শাহ কোটলায় শুরু হয়ে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্ট।

Updated By: Dec 2, 2015, 04:22 PM IST
ফিরোজ শাহ কোটলায় বৃহস্পতিবার টেস্ট শুরুর আগে জেনে নিন ৫ টি তথ্য

ওয়েব ডেস্ক: আগামিকাল মানে বৃস্পতিবার থেকে দিল্লির ফিরোজ শাহ কোটলায় শুরু হয়ে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্ট।
সিরিজ ইতিমধ্যে জিতে গিয়েছে বিরাট কোহলির ভারত। তাহলেও খেলা তো আপনি নিশ্চয়ই দেখতে বসেবন। কাল থেকে ম্যাচ দেখতে বসার আগে জেনে নিন ফিরোজ শাহ কোটলা সম্পর্কে ৫ টি তথ্য।

১) ফিরোজ শাহ কোটলা স্থাপিত হয় ১৮৩৩ সালে। ইডেন গার্ডেনের পর দেশের সবথেকে পুরনো স্টেডিয়াম এটাই।

২) ভারতের কাছে ফিরোজ শাহ কোটলা সবসময়ই খুব সৌভাগ্যের। কারণ, গত প্রায় তিন দশকে ফিরোজ শাহ কোটলায় টেস্ট হারেনি ভারত। শেষবার ১৯৮৭ সালে ভারত এই মাঠে হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে।

৩) ফিরোজ শাহ কোটলাতেই ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে।

৪) ফিরোজ শাহ কোটলাতেই সুনীল গাভাসকরের ৩৪ টি সেঞ্চুরির রেকর্ড টপকে ৩৫তম টেস্ট সেঞ্চুরিটি করেন সচিন তেন্ডুলকর।

৫) ২০০৯-এ খারাপ পিচের জন্য খেলা বন্ধ হয়ে যায় ফিরোজ শাহ কোটলায়। প্রায় এক বছর কোনও ম্যাচ খেলা হয়নি এই মাঠে।

.