বাংলাদেশের প্রথম ক্রিকেটার মুস্তাফিজুর, ২০১৫ আইসিসির আন্তর্জাতিক দলে
ওয়েব ডেস্ক: বয়স মাত্র ২০ বছর ২ মাস ২৭ দিন। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ৯টি। বল করেছেন ৪৫২টি। রান দিয়েছেন ৩২১। কিন্তু যে ঘটনা পৃথিবীর ইতিহাসে কম ঘটেছে তার মধ্যে অন্যতম একটির মালিক বাংলাদেশের বাহাতি বোলার মুস্তাফিজুর রহমান। ৯ ম্যাচেই মুস্তাফিজুরের ঝুলিতে রয়েছে ২৬টি উইকেট। ৫ উইকেট নিয়েছেন তিন তিন বার। আর সেরা পারফরম্যান্স ৪৩ রানে ৬ উইকেট। এই মুস্তাফিজুরই বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি ২০১৫ আইসিসি একাদশে জায়গা করে নিয়েছেন। এর আগে এই সম্মান কোনও বাংলাদেশী ক্রিকেটার পাননি।
ভারতের হয়ে স্থান পেয়েছেন একমাত্র মহম্মদ সামি। ২০১৫ আইসিসি একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স।
আর কারা কারা রয়েছেন?
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)
হাসিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা, উইকেটকিপার)
এ বি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক)
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
রস টেলর (নিউজল্যান্ড)
ট্রেন্ট বোল্ট (নিউজল্যান্ড)
মহম্মদ সামি (ভারত)
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)
জো রুট (ইংল্যান্ড)
What a team! Our #cwc15 stars dominate the @ICC ODI Team of the Year! https://t.co/GmNn6FfVVG pic.twitter.com/2x8OSXKbDh
— Cricket World Cup (@cricketworldcup) December 2, 2015