১২ বলে প্রয়োজন ৩, হাতে ৭ উইকেট, জিতল বোলিং টিম

সহজ জয় থেকে ম্যাচ হেরে যাওয়া বিরলের থেকেও বিরলতম নজির... 

Updated By: Jun 27, 2018, 05:43 PM IST
১২ বলে প্রয়োজন ৩, হাতে ৭ উইকেট, জিতল বোলিং টিম
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট অনিশ্চয়তার খেলা। ২২ গজে এক বলই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে এমন সহজ জয় থেকে ম্যাচ হেরে যাওয়া বিরলের থেকেও বিরলতম নজির।

আরও পড়ুন- পাল্টে গেল বিশ্বকাপের বল

৪০ ওভারে ১৮৯ রান তাড়া করতে নেমে ৩৮ ওভারেই ১৮৬ রানে পৌঁছে যায় ব্যাটিং দল। ক্রিজে তখন ২ সেট ব্যাটসম্যান। হাতে রয়েছে ৭ উইকেট। ১২ বলে ৩ রান করলেই দল জিতবে। এই অবস্থা থেকে হেরে গেল ব্যাটিং দল। ম্যাচের শেষ ২ ওভারে পড়ল ৭ উইকেট। ১ রানে হারল হাই ওইকম্ব। অবিশ্বাস্যভাবে ম্যাচ নিজের পকেটে পুরল পিটারবোরো টাউন। ইংল্যান্ডের ঘরোয়া লিগে  পিটারবোরো টাউনের এই জয়ে হতভম্ব গোটা ক্রিকেট বিশ্ব।     

আরও পড়ুন- কখনও ঘুমোলেন, কখনও নাচলেন! মারাদোনা সব করলেন অসহ্য যন্ত্রণা নিয়ে

৩৯ তম ওভারে হ্যাটট্রিক করে এই ম্যাচকে স্মরণীয় করে রাখলেন কিয়েরন জোনস। শেষ ওভারে মাত্র এক রান দিয়ে ৩ উইকেট নিয়ে নজিরে নাম লেখালেন ড্যানি মালিকও।

 

 

.