'বুড়োদের' বাদ দিয়েই বিশ্বকাপের লাকি থার্টির নাম ঘোষিত

ইঙ্গিতটা ছিলই। সেটাই সত্যি হল। ২০১১ বিশ্বকাপে যারা দেশকে ট্রফি এনে দিয়েছিলেন তারাই বাদ পড়ে গেলেন '১৫ বিশ্বকাপের প্রাথমিক ৩০ জনের দলে। বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, হরভজন সিং, যুবরাজ সিং, জাহির খান। গত বিশ্বকাপে ম্যান অফ দি টুর্নামেন্ট হয়েছিলেন যুবরাজ সিং। ১১ বিশ্বকাপে যারা ছিলেন দলের অপরিহার্য সদস্য চার বছর পরের বিশ্বকাপে তাঁরা প্রাথমিক দলেও ঠাঁই পেলেন না। বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের দলেও এঁদের থাকার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল।  

Updated By: Dec 4, 2014, 03:25 PM IST
'বুড়োদের' বাদ দিয়েই বিশ্বকাপের লাকি থার্টির নাম ঘোষিত

ওয়েব ডেস্ক: ইঙ্গিতটা ছিলই। সেটাই সত্যি হল। ২০১১ বিশ্বকাপে যারা দেশকে ট্রফি এনে দিয়েছিলেন তারাই বাদ পড়ে গেলেন '১৫ বিশ্বকাপের প্রাথমিক ৩০ জনের দলে। বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, হরভজন সিং, যুবরাজ সিং, জাহির খান। গত বিশ্বকাপে ম্যান অফ দি টুর্নামেন্ট হয়েছিলেন যুবরাজ সিং। ১১ বিশ্বকাপে যারা ছিলেন দলের অপরিহার্য সদস্য চার বছর পরের বিশ্বকাপে তাঁরা প্রাথমিক দলেও ঠাঁই পেলেন না। বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের দলেও এঁদের থাকার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল।  

তরুণ ক্রিকেটারদের দারুণ পারফরম্যান্সের কাছে ম্লান হয়ে পড়ছিলেন যুবরাজ, সেওয়াগরা। কিন্তু তবু মনে করা হচ্ছিল অভিজ্ঞতার কাথা মাথায়া রেখে যুবরাজ, হরভন হয়তো সুযোগ পাবেন কিন্তু সন্দীপ পাতিলরা সেরকম কিছু না করে ধোনিকে তুলে দিলেন একঝাঁক প্রতিশ্রুতিবান তরুণ ক্রিকেটারদের।

.