2011 WC Final Memory: কার জন্য কাপ যুদ্ধ জিততে চেয়েছিলেন? খোলসা করলেন Yuvraj Singh

২০১১ বিশ্বকাপে যুবরাজ ৯ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি ১৫টি উইকেটও নিয়েছিলেন। সঙ্গে ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ম্যাচ জেতানো ১১৩ রান। তাঁর এমন অলরাউন্ড পারফ্রম্যান্সের জন্য 'ম্যান অব দ্য সিরিজ' হয়েছিলেন যুবি।   

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 2, 2022, 09:27 PM IST
2011 WC Final Memory: কার জন্য কাপ যুদ্ধ জিততে চেয়েছিলেন? খোলসা করলেন Yuvraj Singh
বিশ্বকাপ হাতে যুবরাজ সিং। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে ১১টা বছর কেটে গেল। ১৯৮৩ সালের প্রথম বিশ্বকাপ জয়ের দীর্ঘ ২৮ বছর এসেছিল সেই মুহূর্ত। ২০১১ সালের ২ এপ্রিলের রাত। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে সেই রাতে ওয়াংখেড়ের বাইশ গজে ১০ বল বাকি থাকতে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ৬ উইকেটে জিতে বিশ্বকাপ (2011 WC Final) হাতে তুলেছিল টিম ইন্ডিয়া (Team India)। প্রতি বছরের মতো এ বারও সেই কাপ যুদ্ধ জেতার স্মৃতি উসকে দিলেন সেই বিশ্বকাপের 'ম্যান অব দ্যা সিরিজ যুবরাজ সিং (Yuvraj Singh)। জানিয়ে দিলেন প্রিয় সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জন্যই খেতাব জিততে চেয়েছিলেন। কারণ সেটাই ছিল ক্রিকেট দেবতার শেষ বিশ্বকাপ। 

সে বারের বিশ্বকাপ চলার সময় যুবি একটা সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন যে তিনি এক প্রিয় ও বিশেষ ব্য়ক্তির জন্য কাপ জিততে চান। পরে সেই ব্যক্তির নামও জানান তিনি। যুবরাজের সেই ব্যক্তিটি অন্য কেউ নন, খোদ 'মাস্টার ব্লাস্টার'। বিশ্বজয়ের ১১ বছর পূর্তিতে ফের একবার সেই কথা মনে করিয়ে দিলেন এই বাঁহাতি প্রাক্তন অলরাউন্ডার। 

Yuvraj Singh 2011 World Cup

ইনস্টাগ্রামে যুবরাজ লিখেছেন, ‘এটি শুধু বিশ্বকাপ জয় ছিল না। এই কাপ জয় আমাদের ১০০ কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ ছিল। গোটা দেশ এবং বিশেষ করে সচিন তেন্ডুলকরের জন্য খেতাব জিততে মরিয়া এমন এক দলের অংশ হতে পারায় গর্বিত। দেশের জার্সি গায়ে চাপিয়ে, দেশের সম্মান বাড়ানোর থেকে গৌরবের আর কিছুই হতে পারেনা।' এই পোস্টে আবার হরভজন সিং (Harbhajan Singh) লিখেছেন, 'আমার চ্যাম্পিয়ন ভাই। তুমিই আমাদের বিশ্বকাপ এনে দিয়েছিলে।' 

 

২০১১ বিশ্বকাপে যুবরাজ ৯ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি ১৫টি উইকেটও নিয়েছিলেন। সঙ্গে ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ম্যাচ জেতানো ১১৩ রান। তাঁর এমন অলরাউন্ড পারফ্রম্যান্সের জন্য 'ম্যান অব দ্য সিরিজ' হয়েছিলেন যুবি। 

আরও পড়ুন: 2011 WC Final Memory: Sachin Tendulkar-এর কোন তিনটি কথা এখনও মনে রেখেছেন Virat Kohli? জেনে নিন

আরও পড়ুন: IPL 2022, MI vs RR: ব্যাটে Jos Buttler, বলে Chahal, Mumbai-কে হারিয়ে শীর্ষে Rajasthan

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.