শেষ বলে দরকার ১২ রান, তবু এভাবে এল অবিশ্বাস্য জয় (ভিডিও)

ম্যাচের শেষ দু বলে জিততে হলে করতে হত ১২ রান। ওভারের পঞ্চম বলটা ব্যাটেই লাগাতে পারেননি ব্যাটসম্যান। সোজা উইকেটকিপারের হাতে। কোনও রান নিতে পারেননি ব্যাটসম্যান। এরপর দাঁড়াল ম্যাচটা জিততে শেষ বলে দরকার ১২ রান। সবার মতই ধারাভাষ্যকারও বলে দিয়েছেন, ম্যাচটা শেষ। কিন্তু এরপরই ঘটে এক অভাবনীয় ঘটনা।

Updated By: Apr 27, 2016, 03:16 PM IST
শেষ বলে দরকার ১২ রান, তবু এভাবে এল অবিশ্বাস্য জয় (ভিডিও)

ওয়েব ডেস্ক: ম্যাচের শেষ দু বলে জিততে হলে করতে হত ১২ রান। ওভারের পঞ্চম বলটা ব্যাটেই লাগাতে পারেননি ব্যাটসম্যান। সোজা উইকেটকিপারের হাতে। কোনও রান নিতে পারেননি ব্যাটসম্যান। এরপর দাঁড়াল ম্যাচটা জিততে শেষ বলে দরকার ১২ রান। সবার মতই ধারাভাষ্যকারও বলে দিয়েছেন, ম্যাচটা শেষ। কিন্তু এরপরই ঘটে এক অভাবনীয় ঘটনা।

বোলার নো বল করে বসেন। ব্যাটের কানায় লেগে উইকেটের পিছন দিয়ে চার হয়ে যায়। ম্যাচটা হচ্ছে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে যেখানে নো বল করলে এক নয় বিপক্ষ দল পায় দু রান। মানে শেষ বলে দরকার ৬ রান। হ্যাঁ, শেষ বলে ব্যাটসম্যান হাঁকালেন ওভার বাউন্ডারি। এক বলে ১২ রান তুলে এই টি২০ ম্যাচটা জিতে নিল অকল্যান্ড।

দেখুন সেই ম্যাচের শেষ দু বলের ভিডিও  

 

.