ব্ল্যাক টি চুলের রঙের জন্য দারুণ উপকারী। অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ হওয়ায়, ব্ল্যাক টি চুলে মাসাজ করলে চুলের রঙ ঠিক থাকে ও জেল্লাও বাড়ে।
2/6
Sage and Rosemary, এই দুই রকমের ওষধিই চুলের রঙ ঠিক রাখার জন্য খুব কাজের। এই দু'টির মিশ্রণ প্রতি সপ্তাহে খেলে খুব অল্প দিনেই ফারাকটা বুঝতে পারবেন।
3/6
চুলে পাক ধরার ক্ষেত্রে আমলার কোনও বিকল্প নেই। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন-সি তে ভরপুর আমলা ফল খাওয়ায় যেতে পারে। এছাড়া আমলা তেল তো চুলের রঙ ঠিক রাখার জন্য খুবই কার্যকারী।
4/6
নারকেল তেল ও লেবুর রসের মিশ্রণ দারুণ কাজ দেয় চুলে। আপনি হয়ত ভাবছেন এটাতো চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আরে সেটাতো করেই তার সঙ্গে দীর্ঘদিন ব্যবহার করলে ধূসর চুলকে আবার কালোও করে দেয়।
5/6
হেনা। হেনা হল সবচেয়ে ভাল প্রাকৃতিক উপাদান যা চুলের রঙ ধরে রাখে এবং চুলের গোড়াও শক্ত করে।
6/6
কম বয়সেই চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। আজকাল কুড়ি বা তিরিশের কোঠাতেই চুলে পাক ধরছে অনেকেরই। চুলের অকাল পক্কতায় শুধু দেখতেই খারাপ লাগেনা, আত্মবিশ্বাসও টলে যায়।
ধুমপানের কারণেই হোক বা হরমোনের সমস্যা অনেক কারণেই চুলে পাক ধরে কম বয়সে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আসলে শরীরে মেলানিন তৈরী হওয়া বন্ধ হয়ে গেলেই চুল পাকতে শুরু করে। কারণ, মেলানিনই চুলের প্রাকৃতিক রঙ ধরে রাখে।
কম বয়সে চুলে পাক ধরা একেবারে বন্ধ না করা গেলেও কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে চুলের পাক ধরাকে আটকানো যাবে। রইল সেই রকমই পাঁচটা ঘরোয়া টোটকা এর পরের স্লাইডগুলোতে। দেখে নিন-