সন্ত্রাসবাদ (পাঠকের কবিতা)
অমৃতা রায় চৌধুরী
বিশ্বজুড়ে সন্ত্রাস আজ বাড়িয়েছে তার হাত
দিচ্ছে বলি তাজা প্রাণের,ঘটছে রক্তপাত;
সন্ত্রাস কোনো ধর্ম মানে না,মানে না
শান্তিরাজ আবেগবিহীন ধ্বংসলীলা ছড়ায় বিশ্বমাঝ।
রক্তের হোলি খেলে সন্ত্রাস,ভয়ের শিকল
দিয়ে,
মারণযজ্ঞ চালায় তারা,আগ্নেয়াস্ত্র নিয়ে।
নিরীহ মানুষ হাহাকার করে,দেশে- দেশে -
প্রান্তরে,
স্বজনহারা বোবা কান্না আকাশ- বাতাস
জুড়ে।
নিষ্ঠুরতার শীতল দৃষ্টি ছিন্ন করে যে বক্ষ;
শিরদাঁড়া জুড়ে গড়ে ওঠে আজ ভীতির
নতুন কক্ষ,
অজানা বিপদ ওঁত পেতে থাকে
আশেপাশে সবখানে,
হিমেল স্রোতের বর্বরতা ধ্বংসকে ডেকে
আনে।
পৃথিবী জুড়ে এক ছবি আজ,সাদা-কালো
ভেদ নাই;
সন্ত্রাসবাদী করাল ছায়ার সমাপ্তি আজ
চায় ।।