Covid Vaccination: ডিসেম্বরেই রাজ্যে ১২-১৮ বছর বয়সীদের টিকাকরণ?

Nov 23, 2021, 15:30 PM IST
1/5

Covid Vaccination 12 to 18 years

 ১২ থেকে ১৮ বছরে করোনা টিকাকরণ

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বরেই কি রাজ্যে শুরু হতে চলেছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণ? স্বাস্থ্যভবন সূত্রে খবর, ডিসেম্বরেই টিকাকরণ শুরুর লক্ষ্যে তোড়জোড় তুঙ্গে। 

2/5

ZyCov-D

জাইকভ-D

স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে,ইতিমধ্যেই জাইডাস ক্যাডিলা নির্মিত জাইকভ-D টিকা দেওয়ার জন্য রাজ্য পর্যায়ে ট্রেনিং হয়ে গিয়েছে। কিন্তু এই টিকার জন্য আলাদা করে প্রশিক্ষণের কারণ কী? 

3/5

Pharmajet Tropis

ফার্মাজেট ট্রপিজ

কারণ, এই টিকা কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের মতো সিরিঞ্জ দিয়ে নয়, ফার্মাজেট ট্রপিজ নামক একটি যন্ত্র দিয়ে ইন্ট্রা-ডার্মাল বা ত্বকের ভিতর দিতে হবে। যার জন্যই ফের নতুন করে প্রশিক্ষণের প্রয়োজন স্বাস্থ্যকর্মীদের।

4/5

Model District

মডেল জেলা

স্বাস্থ্যভবন সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার থেকে ছাড়পত্র পেলে রাজ্যের একটি জেলাকে মডেল হিসেবে বেছে নিয়ে সেখানকার সমস্ত স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। 

5/5

Kolkata and surroundings

কলকাতা ও সংলগ্ন জেলা

সেক্ষেত্রে কলকাতা এবং তার আশেপাশের কোনও জেলাকেই আগে বেছে নিতে চায় স্বাস্থ্যভবন।