ভেঙে ফেলা হল ইব্রাহিমোভিচের মূর্তি!

Jan 06, 2020, 16:30 PM IST
1/5

সুইডেনের মালমো শহরে জ্লাটান ইব্রাহিমোভিচের মূর্তিটি রাতের অন্ধকারে পুরোপুরি ভেঙে ফেলা হল। গড়াগড়ি খাচ্ছে ইব্রার মূর্তি।

2/5

সপ্তাহ দুয়েক আগে ৫০০ কেজি ওজনের ইব্রার মূর্তিটির পায়ের পাতা এবং নাক ভেঙে দেওয়া হয়েছিল।  

3/5

মূর্তিটির গোড়ালির কাছে করাত দিয়ে কেটে ফেলা হয়। তবে আলো ফোটার আগেই মূর্তিটি সরিয়ে ফেলা হয়। মেরামত করে আবার যথাস্থানে লাগিয়ে ফেলা হবে, বলে জানা গিয়েছে।    

4/5

কী কারণে ইব্রার মূর্তি ভেঙে ফেলা হল? মালমোর সমর্থকরা এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে।কারণ মেজর লিগ সকার এলএ গ্যালাক্সি ছাড়ার পর ইব্রাহিমোভিচ সুইডেনের হামারবি ক্লাবের শেয়ার কিনতে চলেছেন। হামারবির সঙ্গে মালমো ক্লাবের চিরকালীন দ্বৈরথ। ইব্রার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইব্রার প্রথম ক্লাব মালমোর সমর্থকরা।

5/5

মূর্তি ভাঙা নিয়ে ইব্রা কোনও মন্তব্য না করলেও, বিশ্বজুড়়ে নিন্দার ঝড়।