#ZeeMahaExitPoll: মধ্যপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কংগ্রেস-বিজেপি

Dec 07, 2018, 18:56 PM IST
1/6

মধ্যপ্রদেশে এক বুথফেরত সমীক্ষার সঙ্গে আর একটি সমীক্ষার আকাশপাতাল ফারাক। একটি বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি, আর একটিতে কংগ্রেস। জি নিউজের #ZeeMahaExitPoll-এ ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দিল। 

2/6

#ZeeMahaExitPoll অনুযায়ী, বিজেপির ঝুলিতে যাচ্ছে ১১২টি আসন। ১০৯টি আসন পেয়ে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে কংগ্রেস। ১টি বসপার এবং ৮টি অন্যান্য। ফলে একার দমে সরকার গঠন সম্ভব নয়। 

3/6

এবিপি-সিএসডিএস

বিজেপি ৯৪, কংগ্রেস ১২৬, বসপা ০ ও অন্যান্য ১০।

4/6

রিপাবলিক-জন কি বাত

বিজেপি ১০৮-১১৫, কংগ্রেস ৯৫-১১৫, বসপা ০ ও অন্যান্য ০৭।   

5/6

আজতক অ্যাক্সিস এক্সিট পোল

 বিজেপি ১১১, কংগ্রেস ১১৩, বসপা ০ ও অন্যান্য ০৬। 

6/6

টাইমস নাও এক্সিট পোল

 বিজেপি ১২৬, কংগ্রেস ৮৯, বসপা ৬ ও অন্যান্য ৯।