1/13
ZEE-VMR বিশ্লেষণ
মনে হচ্ছিল, অনায়াসেই ২০১৯ সালে প্রত্যাবর্তন করবেন নরেন্দ্র মোদী। কিন্তু পাঁচ রাজ্যের নির্বাচনী ফল বাস্তবের জমিতে এনে ফেলেছে বিজেপি। নরেন্দ্র মোদী অপরাজেয় নন, তা দেখিয়ে দিল মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থান। ২০১৯ সালে কী হতে চলেছে, তা বিধানসভার পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণ করতে VMR-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে জি নিউজ। বলাই বাহুল্য, ভবিষ্যত নির্ণয় সবসময়ই ঝুঁকিপূর্ণ। জি ভিএমআরের বিশ্লেষণে পাল্লাভারী বর্তমান শাসক দলের। তবে গতবারের চেয়ে কমছে আসন।
2/13
মধ্যপ্রদেশ
photos
TRENDING NOW
3/13
রাজস্থান
4/13
ছত্তীসগঢ়
5/13
6/13
মিজোরাম
7/13
উত্তর ভারত
উত্তর ভারতে মোট আসন ১৭২টি। ২০১৪ সালে ১৩৭টি জিতেছিল বিজেপি। মাত্র ৯টি গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে। রাজ্যগুলির বিধানসভার ভোটের উপর ভিত্তি করলে এবার বিজেপির আসন কমে দাঁড়াতে পারে ৮৭টি। কংগ্রেসের আসন বেড়ে দাঁড়াবে ৩০টি। শরিকদের সঙ্গে নিয়ে এনডিএ-র আসন সংখ্যা থাকবে ৯১। অন্যদিকে কংগ্রেসের নেতৃ্ত্বে মহাজোট (সপা-বসপা) হলে আসন প্রাপ্তি হতে পারে ৯১টি। এনডিএ- ৯১, ইউপিএ ৭৬, অন্যান্য-৫।
8/13
দক্ষিণ ভারত
9/13
দক্ষিণ ভারত
10/13
পূর্ব ভারত
পূর্ব ভারতে রয়েছে ১২টি রাজ্য। মোট আসন সংখ্যা ১৩৭। ২০১৪ সালে বিজেপি পেয়েছিল ৪৫টি ও কংগ্রেস ১৪টি। ২০১৯ সালে বিজেপির আসন কমে দাঁড়াতে পারে ৪০টিতে। কংগ্রেসের আসন বেড়ে পৌঁছতে পারে ২২টি আসনে। জেডিইউ, এলজেপি-র মতো শরিকদের নিয়ে এনডিএ পেতে পারে ৫৪টি আসন। আরজেডি ও সম্ভাব্য সঙ্গী তৃণমূলকে নিলে ইউপিএ-র আসন হতে পারে ৭৩টি। এনডিএ-৫৪, ইউপিএ-৭৩ ও অন্যান্য-১০।
11/13
পশ্চিম ভারত
12/13
চূড়ান্ত ফলাফল
13/13
চূড়ান্ত ফলাফল
সবমিলিয়ে এনডিএ-২৯৩, ইউপিএ-২৩৩ এবং অন্যান্য-১৭। ফলে ম্যাজিক অঙ্ক পার করে সরকার প্রত্যাবর্তন করতে পারবেন নরেন্দ্র মোদী। কিন্তু এবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার স্বস্তি পাচ্ছেন না তিনি। জোট রাজনীতির বাধ্যবাধকতায় আবদ্ধ হতে হবে মোদী-শাহকে। বলে রাখি, পরিসংখ্যানের উপরে ভিত্তি করে একটি বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। আসল ফল জানা যাবে ২০১৯ সালে।
photos